দেশ বিদেশ

রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০ মে ২০১৮, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি নিহতের লাশ দাফন করে ফেলেছে তার স্বজনরা। ঘটনার পর থেকে বড়ভাই পলাতক রয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কেন্দুয়াপাড়া এলাকার মো. বাকি মিয়ার মাদকাসক্ত ছেলে জহিরুল ইসলাম (৩০) স্থানীয় এক যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে আনে। এই ঘটনায় সেই যুবক তার বড়ভাই আব্দুল হেকিমের কাছে নালিশ করে। টেক্সটাইল কারখানায় কর্মরত শ্রমিক হেকিম রাত ১০টায় কর্মস্থল থেকে ফিরে তার ছোটভাই জহিরুলকে মোবাইল ছিনিয়ে আনার কারণ জিজ্ঞাসা করলে দু’ভাইয়ের মাঝে বসচা বাঁধে। একপর্যায়ে জহিরুলের কোমড়ে থাকা ছোরা বের করে বড়ভাই হেমিককে আঘাত করতে যায়। এ সময় তার চাচি জামিলা বেগম ফেরাতে গিয়ে মারত্মক জখম হয়। পরে হেকিম ছোট ভাইয়ের কাছ থেকে ছোরা কেড়ে নিয়ে জহিরুলের বুকের ডানপাশে আঘাত করে। এতে সে গুরুতর জখম হলে লোকজন জামিলা ও জহিরুলকে স্থানীয় হাজি দায়েমউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জন জামিলার চিকিৎসা করলেও জহিরুলের অবস্থা আশঙ্কাজন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে জহিরুলের আত্মীয়স্বজনরা গাড়ি আনার কথা বলে জহিরুলকে হাসপাতালের বাইরে ফেলে পালিয়ে আসে। প্রায় দুই ঘণ্টা রক্তক্ষরণের পর রাত ১টার দিকে জহিরুল মারা যায়। পরে তার আত্মীয়স্বজনরা এসে লাশ নিয়ে যায়। এদিকে ঘটনা ধামাচাপা দিতে শনিবার ভোরে তড়িঘড়ি লাশ জানাজা দিয়ে দাফন করে ফেলে। ঘটনার পর থেকে বড়ভাই হেকিম পলাতক রয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। কিন্তু লাশ দাফন হয়ে গেলে ও কোনো অভিযোগকারী না পেলে আমাদের আসলে কিছু করার নেই। তারপর বিষয়টি দেখছি।॥
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status