বিশ্বজমিন

গাজায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জাতিসংঘ মানবাধিকার পরিষদের

মানবজমিন ডেস্ক

২০ মে ২০১৮, রবিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

গাজার সাম্প্রতিক সহিংসতায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। একই সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে পরিষদ। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরাইল। দেশটি বলেছে, জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। এ খবর দিয়েছে হারেতজ।
খবরে বলা হয়, গাজা সহিংসতা নিয়ে বিশেষ বৈঠক করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বৈঠকে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জেইদ বিন রাদ আল হুসেইন বলেন, গত সপ্তাহের ভয়ঙ্কর ঘটনাগুলো কারো জন্যই সুফল বয়ে আনেনি। তারা একমত পোষণ করেছেন যে, সামপ্রতিক এই ঘটনার জন্য একটি আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। যাতে করে ভবিষ্যতের দণ্ডনীয় অপরাধগুলো প্রতিরোধ করা যায়। মানবাধিকার পরিষদের এক বিবৃতিতে বলা হয়, গাজায় কি ঘটেছিল এবং কেন ঘটেছিল একটি স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত সে বিষয়ে সপষ্ট ধারণা দেবে।
মানবাধিকার সংস্থার এই বিশেষ বৈঠকটি গত সোমবার ফিলিস্তিনিদের ওপর নিষ্ঠুর হামলার পরে আহ্বান করা হয়। সেদিন ইসরাইলিদের গুলিতে ৬০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হন। যে বিক্ষোভকে ইসরাইলিরা তাদের সীমান্তের বেড়া ভাঙার অপচেষ্টা বলে আখ্যায়িত করেছে।
জেরুজালেম এই সিদ্ধান্ত এবং তদন্ত কমিশন উভয়কেই পক্ষপাতদুষ্ট এবং ইসরাইল বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জাতিসংঘকে উদ্দেশ্য করে বলেছেন, এই সংস্থা যারা নিজেদের মানবাধিকার সংস্থা হিসেবে পরিচয় দেয়, তারা আবার প্রমাণ করলেন যে, এটা একটা ভণ্ড এবং পক্ষপাতদুষ্ট সংস্থা। যাদের উদ্দেশ্যই হলো ইসরাইলের ক্ষতি করা এবং সন্ত্রাসবাদকে সমর্থন করা। এই সংস্থার কার্যকলাপ যে কতটা অপ্রাসঙ্গিক তা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। ইসরাইল খুব সুসপষ্টভাবেই প্রতিপক্ষদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের আতরক্ষার স্বার্থে দেশের জনগণ এবং সৈনিকদের রক্ষা কার্যক্রম চলমান রাখবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status