বাংলারজমিন

রংপুর চেম্বারে ইফতার বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২০ মে ২০১৮, রবিবার, ৯:১৮ পূর্বাহ্ন

রমজান উপলক্ষে রংপুরে রংহীন, সতেজ কাঁচামাল দ্বারা তৈরিকৃত মানসম্মত নির্ভেজাল নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রয় কেন্দ্রের ২০ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির আয়োজনে মাসব্যাপী এ নির্ভেজাল ইফতার সামগ্রী বিক্রির উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি মো. আবদুুল মজিদ খোকন। রংপুর চেম্বার ও রেস্তোরাঁ মালিক সমিতি প্রত্যায়িত স্বাস্থ্য সম্মত ইফতার বিক্রয় কেন্দ্রগুলো হলো- জাহাঙ্গীর হোটেল, ধাপ, শিমুলবাগ,  বাঁধন হোটেল, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সানু হোটেল, প্রাইম মেডিকেল কলেজ সংলগ্ন, বৈশাখী রেস্তোরাঁ, কস্তুরী রেস্তোঁরা, পারভেজ রেস্তোরাঁ ও চাঁদনী রেস্তোরাঁ, ধাপ মেডিকেল মোড়, নিউ স্টার হোটেল, ধাপ পুলিশ ফাঁড়ি, কারা ক্যান্টিন, মেডিকেল গেট, রায়হান হোটেল, ধাপ পুরাতন বাসস্ট্যান্ড, সাফল্য হোটেল, মেডিকেল পূর্বগেট, মৌবন রেস্তোরাঁ, সুপার স্টার ও মহুয়া বিরানী, কাচারী বাজার, খালেক হোটেল, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, ফাল্গুনী হোটেল, সেন্ট্রাল রোড, ভাই ভাই হোটেল ও বিস্‌মিল্লাহ্‌ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, সাতমাথা, মাহিগঞ্জ, শাহী হোটেল, মাহিগঞ্জ, খাবার রেস্তোরাঁ, লালবাগ, রংপুর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা ব্যবসায়ীদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল/রেস্তোরাঁ বন্ধ, ইফতার সামগ্রী তথা খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি না করা, রাস্তা-ঘাট ও ফুটপাত দখল না করা এবং পারস্পরিক সমপ্রীতি ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status