বাংলারজমিন

টু ক রো খ ব র

২০ মে ২০১৮, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

আলো জ্বললো ২০৯ বাড়িতে
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রামে ২০৯ বাড়িতে শনিবার বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ উপলক্ষে গুচ্ছগ্রামে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ তানভীর ইমাম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক হাসান আহমেদ মজুমদার, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, ইউসুফ আলী মন্টু বক্তব্য রাখেন। শনিবারের বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে গুচ্ছগ্রামের প্রতিটি বাড়ি আলোকিত হয়।

মুরাদনগরে ৪ গ্রামে বিদ্যুৎ উদ্বোধন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগরে ৪ গ্রামের বিদ্যুৎ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মুরাদনগর উপজেলার চৌনপুর গ্রামের ১৭৭টি বাখরনগর গ্রামের ২৪৩টি, সিদ্ধেশ্বরী ৯৫টি মিটার সংযোগ উদ্বোধন করা হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক বাবু পার্থসারথী দত্ত, কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন, আরিফুল ইসলাম শাহেদ, ইউপির চেয়ারম্যান আবুল খায়ের, মো. জাকির হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ-১, কোম্পানীগঞ্জ জোনাল অফিসার (ডিজিএম) মো. হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক এসআর রহিম পারভেজ, আবদুল্লাহ নজরুল, মো. জামির হোসেন, যাত্রাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সাব্বির মিয়া, মিকাইল সরকার প্রমুখ।

কসবায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কসবায় গতকাল সকালে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা থানা পুলিশ কসবা-নয়নপুর সড়কের উপজেলার টি.আলী বাড়ির মোড় থেকে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও প্রাইভেট কারসহ মো. জুয়েল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো. জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো.রুক্কু মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাইভেটকারের পেছন থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কসবা থানার এসআই মো. নুরুল হক বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তার হওয়া

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে: টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম এরশাদ ওরফে আসাদ (৩৫)। নিহত এরশাদুল নরসিংদী জেলার রাইপুরা থানার সোনাকান্ডি নিলুখা গ্রামের সব্দর আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার প্রায় তিনঘণ্টা পর লাশ উদ্ধার করতে গেলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। এলাকাবাসী নির্মাণাধীণ ভবনের মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। বিচারের এদাবিতে পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। পুলিশ বাড়ির মালিক জাকির হোসেন ও তার ছেলে আলামিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনাটি  ঘটে গতকাল স্থানীয় দত্তপাড়া আচারপট্টি এলাকায় জাকির হোসেনের নির্মাণাধীন বাড়িতে। এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হরিণাকুণ্ডুতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের বহুল আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে অভিযুক্ত মিল্টন (২২)  হরিণাকুণ্ডু উপজেলার শেখপাড়া বিন্নী গ্রামের মৃত নবীছদ্দি মণ্ডলের  ছেলে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  আওয়াল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিল্টনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২৫শে জানুয়ারি সাবেক বিন্নি গ্রামের এক স্কুলছাত্রীকে তিন জন যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে কথা বলার জন্য গ্রামের মাঠে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা জিয়া ঘটনার দিন হরিণাকুণ্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কাপ্তাইয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন
রাঙ্গামাটি প্রতিনিধি: কাপ্তাই হ্রদে সব মৎস্য আহরণ ও বিপণনে সরকারিভাবে জারিকৃত নিষেধাজ্ঞাকালীন হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধিতে গতকাল কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মণ্ডল। এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির চেয়ারম্যান দিলদার আহমেদ, রাঙ্গামাটির  জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আসাদ্দুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কেএম জসিম উদ্দিন বাবুলসহ মৎস্য বিভাগ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী ও মৎস্য শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পোনা অবমুক্তকরণ কর্মসূচির প্রথমদিনে ১ টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এ মৌসুমে কর্মসূচির আওতায় কাপ্তাই হ্রদের সঙ্গে সহনশীল পরিবেশে সংরক্ষিত অভয়াশ্রমে ৩২ টন কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হবে।

ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও দুইশ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবিরের নির্দেশে থানার এসআই তীর্থঙ্কর দাশ, এএসআই নাদিম আক্তার ও এএসআই আল-আমিনসহ সঙ্গীয় ফোর্স গত শুক্রবার বিকালে উপজেলার কুমিল্লা-বাগড়া সড়কের তেতাভূমি লোহারপুল এলাকায় এক ব্যক্তি একটি বাজারের ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলে সন্দেহ হয়। তার ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১ কেজি করে ৫টি বান্ডেলে ৫ কেজি গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসে পুলিশ। আটক ব্যক্তি চান্দিনা উপজেলার কোরপাই পিহর গ্রামের মৃত আবদুল জলিল শিকারীর ছেলে মো. এরশাদ মিয়া (৫৫)। এসআই তীর্থঙ্কর বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে।
অপরদিকে  থানার এসআই মনির আহাম্মদ ও সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন রাস্তায় একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করলে গাড়িতে থাকা যাত্রীবেশে ৪ জন দৌড়ে পালানোর সময় পুলিশ উপজেলার রামচন্দ্রপুর ভাল্লক গ্রামের রফিজ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম সুমন (১৮) ও একই গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে আসাদুজ্জামান নাহিদ (২২)কে আটক করলেও বাকি দু’জন পালিয়ে যায়। পুলিশ সুমনের কাছে থাকা একটি প্লাস্টিকের বেগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৫টি পেকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা এবং তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে প্যান্টের একটি নীল প্যাকেটে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় পুলিশ আটককৃত আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে তার পেন্টের পকেট থেকেও একটি নীল প্যাকেট থেকে  ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। তাদের উভয়কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এসআই মনির বাদী হয়ে আটক দু’জনসহ পলাতক দু’জনকে আসামি করে থানায় মাদক আইনে মামলা করেছে। থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status