বাংলারজমিন

সরাইলে শিশুচালকদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ মে ২০১৮, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

সরাইলে শিশু চালকদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার নোটিশটি গতকাল শনিবার মাইকিং করে প্রচার করা হয়েছে গোটা উপজেলা সদরে। এ আদেশ অমান্য করলেই চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা। নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে সরাইল-অরুয়াইল সড়ক সহ সরাইলের আরো কয়েকটি সড়কে দিনদিন শিশুচালকের সংখ্যা বেড়েই চলেছে। অধিকাংশ চালকই সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান চালিয়ে আসছে। এগুলোর মধ্যে নিবন্ধনবিহীন গাড়ির সংখ্যাই বেশি। শিশুচালকদের অপরিপক্কতার কারণে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। অনেককে বরণ করতে হচ্ছে স্থায়ী পঙ্গুত্ব। উপজেলা আইনশৃঙ্খলা সভায় শিশু চালকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রেখেছেন একাধিক বক্তা। দাবি জানিয়েছেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার। বছর দিন আগে ‘চালকের বয়স ৭, প্রশিক্ষকের ৮’- শিরোনামে দৈনিক মানবজমিন পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সম্প্রতি এসব সড়কে শিশু চালকদের দৌরাত্ব অনেক বেড়ে গেছে। গতকাল শনিবার সকাল থেকে উপজেলা সদরে অটোরিকশায় দিয়ে উপজেলা প্রশাসনের রেফারেন্স দিয়ে মাইকিং করা হচ্ছে। মাইকে বলা হচ্ছে-‘ সরাইল-অরুয়াইল সড়ক সহ আশপাশের সড়কে ১৬ বছর বা এর নিচের বয়সের কোনো শিশু-কিশোর অটোরিকশা বা অন্যকোনো মোটর যান চালাতে পারবে না। এ আদেশ অমান্য করলে শিশু কিশোর চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত শিশু চালকদের উপর নিষেধাজ্ঞা জারির কথা স্বীকার করে বলেন, আইনি ব্যবস্থা নেয়ার আগে প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে মাইকিং করে জানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status