বাংলারজমিন

আড়াইহাজারে শ্রমিককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২০ মে ২০১৮, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে কার্গো ট্রাকের চাকায় পিষে রানকা ডেনিম টেক্সাটাইল মিলের ভিতরে আঃ সালাম (৩৮) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে নিহতের বড়ভাই আবু তাহের বাদী হয়ে হেলপার মাসুর আলমকে আসামি করে থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েয়ের পর হেলপার মাসুদ আলমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। নিহত আঃ সালাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বালিথুবা গ্রামের খলিলুর রহমানের ছেলে। আটক হেলপার মাসুদ আলম কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানার মেরকট গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৮ই মে) দিবাগত রাত একটায় গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকার রানকা ডেনিম টেক্সাটাইল মিলের শ্রমিক আঃ সালাম প্রকৃতি ডাকে কারখানা থেকে বের হলে অন্য একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৮৯৫) নিয়ে হেলপার মাসুদ আলম হেলামী করে আঃ সালামকে ট্রাকের চাকায় পিষে গুরুতর আহত করে। আশপাশের শ্রমিকরা আঃ সালমকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সংকটাপন্ন হওয়ার কারণে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আঃ সালামকে মৃত ঘোষনা করেন। এই খবর কারখানায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উপায়ান্তর না দেখে কারখানা থেকে ওই দিন গভীর রাতে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। মামলার আসামি হেলপার মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসাবধানতাবশত হেলপারকে পিষ্ট করেছে বলে স্বীকার করেন। তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status