বাংলারজমিন

নারায়ণগঞ্জে এলজিইডি’র ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০ মে ২০১৮, রবিবার, ৮:২৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে এলজিইডি’র অধীনে জেলার ৫টি উপজেলায় ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এ উন্নয়ন কাজের বেশির ভাগ চলতি অর্থ বছরে সম্পন্ন হবে। বাকি কাজ পরের অর্থবছরে সম্পন্ন হবে। এছাড়া আড়াইহাজার উপজেলার মধ্যারচর থেকে খালিয়ারচর পর্যন্ত সড়ক বদলে দিয়েছে মেঘনা নদী বেষ্টিত কালাপাহারিয়া ইউনিয়নের ৪০ হাজার মানুষের জীবনযাত্রা।
নারায়ণগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, পুরো জেলায় ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে জেলার গ্রামীণ অবকাঠামোতে উন্নয়নের ব্যাপক ছোঁয়া লাগবে। তিনি বলেন, বর্তমানে আড়াইহাজার উপজেলায় আরটিআইপি-২ এবং সিআরডিপি জিডিপি-২ এর আওতায় প্রকল্পের কাজ চলমান। ওই প্রকল্পে ৩৬ কোটি ৪৬ লাখ টাকার কাজ চলতি অর্থ বছরে সম্পন্ন হবে।
তিনি আর বলেন, ১৬টি প্রকল্পে ১৬০ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার ডিএন লিঙ্ক রোড হতে মা ও শিশু হাসপাতাল সড়ক উন্নয়ন, ১৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আড়াইহাজারে খালিয়ারচর-মধ্যারচর সড়ক উন্নয়ন, ৭৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে র‌্যপগঞ্জের মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর উপন ব্রিজ নির্মাণ, ৬ কোটি ১ লাখ টাকা ব্যয়ে সোনারগাঁয়ের মীরেরটেক-অলিপুরা বাজার ভায়া হরিহরদি বাজার সড়কে ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া ১২৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সেখানকার ৫টি স্নান ঘাট নির্মাণের জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। শিগগিরই ওই কাজ শুরু হবে বলে নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status