বাংলারজমিন

শমসেরনগরে যত্রতত্র পার্কিং, পথচারীদের দুর্ভোগ

সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে

২০ মে ২০১৮, রবিবার, ৮:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জের শমসেরনগরে সড়কের যত্রতত্র যানবাহন পার্কিংয়ের ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। এছাড়া শহরের প্রধান সড়ক দখল করে সিএনজি ও ট্রাক-মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন স্ট্যান্ড স্থাপন করায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুলাউড়া-কমলগঞ্জ, চাতলাপুর-মৌলভীবাজার সড়কের গা ঘেঁষে যেমন গড়ে উঠছে ভাসমান ও স্থায়ী নানা প্রতিষ্ঠান। অপরদিকে শমসেরনগর চৌমুহনা থেকে ভানুগাছ ও শ্রীমঙ্গল ও কুলাউড়ায় এবং শমসেরনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মুন্সীবাজার ও মৌলভীবাজার চলাচলকারী সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড ওই সড়কে গড়ে উঠায় এসব স্ট্যান্ডকে ঘিরে রাস্তা দখল করে যত্রতত্রভাবে সিএনজি-অটোরিকশা, ট্রাক, পিকআপ ভ্যান রাখা হচ্ছে। অথচ ব্যস্ততম শমসেরনগর শহরের চৌমুহনা দিয়ে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ছাড়াও নিয়মিত চলাচল করছেন বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল, আবদুল মছব্বির একাডেমি ও কয়েকটি মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু ব্যস্ততম চৌমুহনার চারপাশে রাস্তা দখল করে যত্রতত্র সব ধরনের যানবাহন পার্কিং করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করে রাখায় অধিকাংশ সময়েই সড়কে যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষজনের পাশাপাশি শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে। স্থানীয়রা বলেন, শহরের চৌমুহনা থেকে ভানুগাছ ও কুলাউড়ার সড়কে গড়ে উঠা স্ট্যান্ডগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন যানবাহন এলোপাতাড়ি করে দাঁড় করে রাখা হয়। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়ায় রাস্তার পাশ দিয়ে হেঁটে চলাও কষ্টকর হলেও পুলিশ দেখেও না দেখার ভান করছে। অথচ চৌমুহনা চত্বরে রয়েছে স্থানীয় শমসেরনগর পুলিশ ফাঁড়ির অফিস। যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে তাদের মাথাব্যথা নেই। এ বিষয়ে শমসেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বলেন, যত্রতত্র যানবাহনের পার্কিংয়ের কারণে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না। মালামাল পরিবহন নিয়ে প্রতিদিনই আমাদের কাছে অভিযোগ আসে। সাধারণ মানুষজনের চলাচল বিঘ্নিত না করে যান চলাচলে সহযোগিতা চেয়ে সিএনজি চালক সমিতির সভাপতি ও সম্পাদককেও ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। শিগগিরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, এই বিষয়টি নিয়ে যানবাহন চালকদের বার বার বলা হয়েছে। তাছাড়া ব্যবসায়ী সমিতি ও স্থানীয় সচেতন মহলকেও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছি। আলাপকালে কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এ বিষয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কথা হয়েছে। শিগগির সেখানে অভিযান পরিচালনা করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status