বাংলারজমিন

রূপগঞ্জে স্কুলের ৮ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৮ মে ২০১৮, শুক্রবার, ১০:০৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ের ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের অভিভাবক ও স্থানীয়রা। বুধবার বিকেলে উপজেলা কৃষকলীগের সভাপতি আরাফাত আলীর সভাপতিত্বে সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকার অবস্থিত জনতা উচ্চ বিদ্যালয়ে প্রতি সোমবার উপজেলার সর্ববৃহৎ গরুর হাট বসে যা থেকে প্রতি হাটে ২৫/৩০ হাজার টাকা হাসিল উত্তোলন করা হয়। এছাড়া পবিত্র ঈদুল-আযহার সময় ১৫ দিনব্যাপী বিশাল গরুর হাট বসে ওই স্কুল ও আশপাশের এলাকার মানুষের জন্য। প্রতি ঈদে এখানে ৩০/৩৫ লাখ টাকা হাসিল উত্তোলন করা হয়। এসব টাকা পয়সার একক হিসাব রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম মাঞ্জু।  গত ৭ বছরে ওই প্রতিষ্ঠানে মোট ৪১৩ হাটের  মাঝে মাত্র ১৯৯টি হাটের  ১ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৬০৭ টাকা ব্যাংকে জমা প্রদান করা হয়। এছাড়া ২১৪টি হাটের হাসিল এবং গত ৭ বছরের সবগুলো ঈদের হাসিলের প্রায় ৮ কোটি টাকা মাঞ্জু মিয়া সহযোগীদের যোগসাজশে আত্মসাৎ করেছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ্য করেন। এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, এড. আজাহারুল ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূইয়া, শিক্ষক আক্তারুজ্জামান, নাজির উদ্দিন কুসুম, শাহনেওয়াজ টিক্কা, গোলাম রাব্বানী মাসুদ, শাজাহান ভূইয়া প্রমুখ। এ ব্যাপারে অভিযুক্ত রেজাউল করিম মাঞ্জু বলেন, স্কুলের আমি প্রতিষ্ঠাতা সদস্য ছাড়া অন্য কিছু নই। টাকা-পয়সার হিসেবপত্র থাকে স্কুলের সভাপতি এবং শিক্ষকের কাছে। আমি ঢাকায় বসবাস করি। তাই কোন দায়িত্বে নেই। সব আমার বিরুদ্ধে সাজানো চক্রান্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status