দেশ বিদেশ

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন দাবি কোয়াবের

বিশেষ প্রতিনিধি

১৮ মে ২০১৮, শুক্রবার, ১০:০৭ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আগামী তিন মাস বা ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদও দিয়েছে সংস্থাটি। বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ জারির পর এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোয়াব। সংবাদ সম্মেলনে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ আশংকা ব্যক্ত করে বলেন, নির্বাচন না হলে ক্যাবল ব্যবসার অস্তিত্ব সংকটে পড়বে। তাই কোয়াবের আগামী নির্বাচনটি সম্পন্ন করতে দলমতনির্বিশেষে সকল ক্যাবল ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানাই। দেশের সর্বোচ্চ আদালতের আদেশের পর নির্বাচন নিয়ে আর কোনো বাধা নেই উল্লেখ করে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ নির্বাচন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। গত আট বছর ধরে কোয়াবের কোনো নির্বাচন হয়নি জানিয়ে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, এটা না হলে ক্যাবল ব্যবসা অস্তিত্ব সংকটে পড়বে। সরকারের প্রতি ক্যাবল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে সদ্য উৎক্ষেপিত স্যাটেলাইট থেকে নানা সুফল আসবে বলেও মন্তব্য করেন প্রতিষ্ঠাতা কোয়াব সভাপতি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কোয়াবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কবির উদ্দিন আহমেদ, সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম শামীম, অর্থ সম্পাদক সেলিম সারোয়ার, রংপুরের বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status