খেলা

আরেক রেকর্ডে বুলবুলদের পাশে ও’ব্রায়ান

স্পোর্টস ডেস্ক

১৮ মে ২০১৮, শুক্রবার, ৯:৩৫ পূর্বাহ্ন

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ান। এবার আরেকটি ইতিহাসের অংশীদার হলেন তিনি। আর এতে গর্বের এক তালিকায় বাংলাদেশি ব্যাটসম্যান আমিনুল ইসলাম বুলবুলকে ছাড়িয়ে গেলেন কেভিন। পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন কেভিন ও’ব্রায়ান। ম্যাচ শেষে আইসিসির টেস্ট ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে তার নামের পাশে যোগ হয়েছে ৪৪০ রেটিং পয়েন্ট। যা কোনো দেশের অভিষেক টেস্টে যে কোনো ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ১৮৭৭-এ ইতিহাসের প্রথম টেস্টে নিজ দেশের অভিষেকে সেঞ্চুরির প্রথম কীর্তি গড়েন অজি ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যান। এ ম্যাচের প্রথম ইনিংসে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমন পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ৪৪৭ পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। নিজ দেশের অভিষেক টেস্টে এটা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেই ম্যাচের ১৪১ বছর পরও এ রেকর্ড ভাঙতে পারেননি কেউই। ব্যানারম্যানের চেয়ে ৭ রেটিং পয়েন্ট কম পেয়ে এতদিন রেকর্ডের দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল। ২০০০-এ ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে দুই ইনিংসে বুলবুল করেন ১৪৫ ও ৬ রান। ম্যাচ শেষে ৪৩২ রেটিং পয়েন্ট পান বুলবুল। অন্যদিকে ১৯৯২তে ভারতের বিপক্ষে নিজ দেশের অভিষেকে টেস্টের দুই ইনিংসে ডেভিড হটন ১২১ ও অপরাজিত ৪১ রান করেন। এমন পারফরম্যান্সের সুবাদে ৪৩১ রেটিং পয়েন্ট পান তিনি। চলতি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ব্রায়ান রয়েছেন ৬৭তম স্থানে। এর আগে ডাবলিনের মালাহাইডে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ব্রায়ান ৪০ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১১৮ রান করে ফলোঅনে পড়া আইরিশদের ম্যাচে ফেরান তিনি। শেষ পর্যন্ত আশা জাগিয়েও ৫ উইকেটে হেরে যায় আয়ারল্যান্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status