বিনোদন

প্রস্তুত নন প্রসূন

স্টাফ রিপোর্টার

১৮ মে ২০১৮, শুক্রবার, ৮:১৯ পূর্বাহ্ন

শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূনের চলচ্চিত্রে অভিষেক হয়। ২০১৪ সালের দিকে ছবিটি মুক্তি পায়। পরে তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক ছবিতে অভিনয় করে দারুণ প্রশংশিত হন। বর্তমানে তার হাতে ‘ভোলা’ শীর্ষক একটি চলচ্চিত্রের কাজ রয়েছে। ছবিটি পরিচালনা করছেন শফিকুল ইসলাম সোহেল। দীর্ঘ দিন থেকে এই ছবির কাজ শেষ হবে বলেও হচ্ছে না। এদিকে নতুন কোনো ছবিও প্রসূন হাতে নিচ্ছেন না। ছোট পর্দার কাজ নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন। তবে কি প্রসূন চলচ্চিত্র থেকে সরে দাঁড়াচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে প্রসূন বলেন, চলচ্চিত্র থেকে সরে দাঁড়াচ্ছি। তবে এই সময়ে নতুন ছবিতে কাজ করার জন্য আমি প্রস্তুত নই। সত্যি বলতে, আমি কিছুটা মুটিয়ে গেছি। ফিল্মে কাজের জন্য আমাকে তাই কিছু দিন সময় নিতে হবে। এছাড়া আমি এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমার এখন ছোট পর্দাকে ঘিরেই সব চিন্তা-ভাবনা। প্রসূনের হাতে বর্তমানে দুটি ধারাবাহিক নাটক রয়েছে। এনটিভিতে তার অভিনীত রহমতুল্লাাহ তুহীনের ‘যখন কখনো’ ও আরটিভিতে
প্রিতমের ‘সেমি কর্পোরেট’ শীর্ষক ধারাবাহিক দুটি প্রচার হচ্ছে। ধারাবাহিক দুটি প্রসঙ্গে জানতে চাইলে প্রসূন বলেন, দুটি ধারাবাহিক থেকেই দর্শকের বেশ সাড়া পাচ্ছি। ধারাবাহিক দুটির গল্পও চমৎকার। আমি চেষ্টা করছি ভালো গল্প ও চরিত্রের ধারাবাহিকে অভিনয় করতে। এখন ধারাবাহিক নিয়ে নানা রকম অভিযোগ শোনা যায়। আমি চাই আমার অভিনীত ধারাবাহিকগুলো নিয়ে যেন নেতিবাচক আলোচনা না হয়। দর্শকের মনে দাগ কাটার মতো চরিত্র নিয়েই আমি পর্দায় থাকতে চাই। এদিকে প্রসূন এখন ঈদের নাটক-টেলিছবির কাজ নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন বলে জানান। এরই মধ্যে ঈদের জন্য একাধিক নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকগুলো হলো ‘কংকাবতীর আংটি’, ‘সেভেনডেস নেপাল’, ‘খুঁজে ফিরি আপনায়’, ‘ওয়াও নেপাল’, ‘লাফিং বুদ্ধ’ ও ‘নেপাল স্ট্রেঞ্জার’ ‘তগদির’ ও ‘ব্ল্যাকমেইল’। চলতি মাসে ঈদের আরো বেশি কিছু নাটক টেলিছবির জন্য শিডিউল দিয়ে রেখেছেন বলে জানান। ঈদে এবার গতানুগতিক ধারার বাইরে বিভিন্ন ডিপারেন্ট গল্পের নাটক নির্মাণ হচ্ছে বলে মন্তব্য করেন এই গ্ল্যামারকন্যা। তিনি আরো বলেন, ঈদের জন্য কয়েকটি ভিন্ন রকম গল্পের নাটকে অভিনয় করেছি। নির্মাতারা এখন বিভিন্ন ঢঙের গল্প নিয়ে কাজ করতে চান বলে আমি মনে করি।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status