বাংলারজমিন

মাধবদীতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর মৃত্যু

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন

মাধবদীতে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় নির্যাতনের শিকার হয়ে বন্যা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ গুরুতর অসুস্থাবস্থায় বাবার বাড়িতে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সে আনন্দী মহল্লার ভাড়াটিয়া হরিপদ সূত্রধরের ছেলে গৌতম সূত্রধরের স্ত্রী, তারা দীর্ঘদিন ধরে মাধবদী পৌরসভার আনন্দীতে বাসাভাড়া নিয়ে থাকতো বলে জানান ভুক্তভোগীর পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ই মে সোমবার বিকাল সাড়ে ৪ টায় মাধবদীতে সাবেক রেল সড়ক সংলগ্ন খনমর্দ্দি মোড়ে গৃহবধূ বন্যাকে অসুস্থ অবস্থায় দেখে তারা এগিয়ে আসেন। এ সময় তিনি পাইকারচরে তার বাবার বাড়ি যাচ্ছেন বলে জানান। একটু দূর এগিয়েই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে মাধবদী থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাধবদী থানার উপ-পরিদর্শক শাহ আলমকে জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। মৃত বন্যা পাইকারচর গ্রামের সুনীল সূত্রধর এর মেয়ে। গতকাল ১৫ই মে দুপুরে বন্যার পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার ঘটনায় বন্যার সংসারে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ নিয়ে তার স্বামী গৌতম তার উপর অমানুষিক নির্যাতন চালায়। এ ব্যপারে পাইকারচরের ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন কয়েক দফা বিচার করলেও বদলায়নি গৌতম। সর্বশেষ ঘটনার আগের দু’দিনও তাদের মাঝে ঝগড়া হয়। গৌতমের নির্যাতনে অভিমান করে ২ দিন সে না খেয়ে থাকে।
পরে ঘটনার দিন ক্ষুধার্ত ও অসুস্থ অবস্থায় বাবার বাড়ি যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বন্যার স্বামীর বাড়িতে এ ব্যাপারে জানতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ সময় গৌতমের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status