খেলা

বিশ্ব একাদশে খেলছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

আইসিসি বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলছেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বদলি হিসেবে সুযোগ পেয়ে চমক স"ষ্টি করেছেন নেপালের ১৭ বছর বয়সী লেগস্পিনার সন্দীপ লামিচান। এর আগে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলে ইতিহাস গড়েন লামিচান। চলতি আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। সাকিব না থাকায় বিশ্ব একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম ইকবাল। আগামী ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য তহবিল সংগ্রহ করা। গত বছর ঘূর্ণিঝড় ইরমা ও মারিয়ার আঘাতে ক্যারিবীয়দের দুইটি ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামসহ মোট পাঁচ ভেন্যুর সংস্কার কাজে এই অর্থ ব্যয় করা হবে। বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের দলপতি কার্লোস ব্রাথওয়েট।
পরিবর্তিত বিশ্ব একাদশ: ইয়ন মরগ্যান (অধিনায়ক), তামিম ইকবাল, শোয়েব মালিক, শহীদ আফি"দি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, থিসারা পেররা, লুক রনকি, মিচেল ম্যাকলেনাঘান, রশিদ খান, সন্দীপ লামিচান।
ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফেচার, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, অ্যাশলে নার্স, রায়াদ এমরিত, কিমো পল, স্যামুয়েল বাদ্রি, কেসরিক উইলিয়ামস।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status