দেশ বিদেশ

ডিএসসিসিতে ব্যাপক উন্নয়ন হয়েছে: সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই তিন বছরে যা উন্নয়ন হয়েছে তা বিগত ১০ বছরে হয়নি। ইতিবাচক উন্নয়নের মধ্যে দিয়ে ডিএসসিসির চেহারা অনেকটা পাল্টে গেছে। সামনের দিনগুলোতে আরো দৃশ্যমান অনেক উন্নয়ন হবে। গতকাল দুপুরে নগর ভবনে মেয়রের তিন বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন নগর ভবনের অবস্থা খুবই খারাপ ছিল। দীর্ঘদিন বিদ্যুৎ বিল না দেয়ার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মচারী সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছিল। এরকম একটা অবস্থা থেকে আমি আজকের এই অবস্থানে নিয়ে এসেছি। অবহেলিত ছিল দক্ষিণ সিটির বাসিন্দারা। তখন করপোরেশনের ৮৫ থেকে ৯০ ভাগ ভাঙা ছিলো। আর এখন মোট সড়কের ৯০ শতাংশই সংস্কার করে চলাচল উপযোগী করা হয়েছে।
সাঈদ খোকন বলেন, কিছুদিন আগেও শহরের অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান পানি জমে থাকতো। শান্তিনগর, মালিবাগ এলাকায় বেশি জলাবদ্ধতা থাকতো। বর্তমানে এসব জায়গায় জলাবদ্ধতা হচ্ছে না। শহরের অন্যান্য এলাকাতেও যেন পানি জমে না থাকে সেজন্য ডিএসসিসি’র পক্ষ থেকে এ বছর প্রায় ৪০০ কিলোমিটার নর্দমা পরিষ্কার করা হয়েছে। এছাড়া নাজিমউদ্দিন রোডে জলাবদ্ধতা নিরসনে কাজ শেষের পথে রয়েছে। পাশাপাশি ৮টি ইউনিয়নের উন্নয়ন কাজ চলমান রয়েছে। নগরীর ৩১টি পার্ক ও খেলার মাঠ উন্নয়ন করা শুরু করা হয়েছে। নিরাপদে সড়ক পারাপারের জন্য ৯টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। নতুন করে আরো ৭টি নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। মান্ডা খাল অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এছাড়া সড়কে ১০ শতাংশ বাতি ভালো ছিলো না। এখন ৯৯ শতাংশ বাতি আলোতে ঝলমল করছে। মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে আমরা তিন বছরে নগরীর ভাঙাচোরা বেহাল রাস্তা, ফুটপাথ, নর্দমা সংস্কার ও মেরামত, এলইডি বাতি সংযোজন, পাবলিক টয়লেট, পার্ক, খেলার মাঠ, কবরস্থান, এসটিএস নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাজস্ব উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ, সর্বস্তরের নাগরিকদের সচেতন, সম্পৃক্ত ও অংশগ্রহণের মধ্য দিয়ে ডিএসসিসি’র সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা এনেছি। নগরবাসীর আস্থা অর্জন করেছি। আমাদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও কার্যক্রমের মধ্য দিয়ে করপোরেশন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সময়ের ব্যবধানে নানা ধরনের পরিবর্তন দৃশ্যমান হয়েছে। পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে তিন বছরে ৪৭৩ দশমিক ২৪ কিলোমিটার রাস্তা উন্নয়ন এবং ১১২ দশমিক ৪৮ কিলোমিটার ফুটপাথ নির্মাণ ও উন্নয়ন, ৪৬৯ দশকি ৯৬ কিলোমিটার নর্দমা নির্মাণ ও ১৯টি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়েছে। ১০টি এসটিএস নির্মাণ ও ১৩টির কাজ চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১০০টি করে ৫ হাজার ৭০০টি ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে এসব বিনের অধিকাংশেই চুরি হয়ে গেছে। যানজট নিরসরে মেগা প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩০টি বাস স্টপেজ কার্যাদেশ প্রদান করা হয়েছে। ৪টি ইন্টারসেকশন উন্নয়নসহ ৭১টি স্বচ্ছ পুলিশ বক্স নির্মাণ কাজ চলমান রয়েছে। মেয়র বলেন, উন্নয়ন কাজে গতি আনার জন্য অত্যাধুনিক কোল্ড মিলিং মেশিন এবং জেট অ্যান্ড সাকার মেশিন সংযোজন করা হয়েছে। এছাড়া ৬টি কমিউনিটি সেন্টার ২১টি ব্যায়ামাগার ও ১২টি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের আধুনিকায়নের কাজ গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য ১৫০০ বর্গফুট আয়তন পর্যন্ত ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে। সড়কের সৌন্দর্য বর্ধনে ৯টি ডিজিটালাইজড এলইডি বিলবোর্ড ও ৯৫০টি বক্স এলইডি বোর্ড বসানো হয়েছে।
এছাড়া দায়িত্ব নেয়ার পর করপোরেশন এলাকায় ১৩টি সরকারি ও ১৯টি বেসরকারি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করা হয়েছে। এছাড়া ২৮টি সেবা সংস্থার প্রতিনিধিদের নিয়ে ২৫টি জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক সেমিনার করে এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status