বাংলারজমিন

সরাইলে বৃদ্ধ খুন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৬ পূর্বাহ্ন

ক্ষুদ্র ব্যবসায়ী বৃদ্ধ আবদুল খালেক (৫৫)। বাড়ি উপজেলার পল্লী এলাকা পাকশিমুলের ব্রাহ্মণগাঁও গ্রামে। অনেক কষ্টে বড় ছেলে শাহ আলমকে পাঠিয়েছেন প্রবাসে। সংসারের কষ্ট দূর করতে আরেক ছেলে শফিক আলমকে (২৪) বিদেশ পাঠানোর স্বপ্ন দেখতে শুরু করেন ৩ বছর আগে। ছেলেকে বিদেশ পাঠাতে আপন চাচাত ভাই আবদুল কুদ্দুছের (৬০) সহায়তা নেন। কুদ্দুছের ভাগ্নির জামাতা চুন্টার পালপাড়ার মকবুল থাকেন মালদ্বীপে। কুদ্দুছের মাধ্যমে শফিককে মালদ্বীপ নেয়ার জন্য মকবুলকে টাকা দেন খালেক। দুই বছর হলো। শফিককে বিদেশ নিচ্ছেন না। টাকাও ফেরৎ দিচ্ছেন না। শুধু তারিখ দিয়ে ঘুরাচ্ছেন। একাধিক সালিশ হয়েছে। হয়েছে মামলাও। এ ঘটনার জের ধরেই গত মঙ্গলবার বিকেলে আবদুল কুদ্দুছ ও খালেকের পরিবারের সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় খালেক মারা যায়। ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্ন অপূরণীয়ই থেকে গেল খালেকের। গতকাল পুলিশ কুদ্দুছের স্ত্রী আনোয়ারা বেগমকে (৫৪) গ্রেপ্তার করেছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশ পাঠানোর টাকা ও জায়গা জমির বিরোধে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল।
গত মঙ্গলবার বিকেলে ২ পরিবারের মারামারির ঘটনায় আহত খালেক জেলা সদর হাসপাতালে মারা গেছেন। ময়না তদন্তের পক্রিয়া চলছে। এখনো মামলা হয়নি।    
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status