বাংলারজমিন

টু ক রো খ ব র

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪০ পূর্বাহ্ন

সাদুল্যাপুরে বিএনপি’র বিক্ষোভ
সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্তি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বনগ্রাম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াকুবুল আজাদ, বনগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামিউল আহসান, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক ইছা প্রধান, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদল আহ্বায়ক রেজোয়ান হোসেন সুজন প্রমুখ। এছাড়াও বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বনগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া জানান, দলীয় গঠনতন্ত্র তোয়াক্কা না করে গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ডা. মইনুল হাসান সাদিক কর্তৃক একনায়কতন্ত্র কায়েমের উদ্দেশ্যে উপজেলা বিএনপি’র সভাপতি ছামছুল হাসান ছামছুল ও সাধারণ সম্পাদক আঃ ছালামের মাধ্যমে বনগ্রাম ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। যা গঠনতন্ত্র বহির্ভূত ফলে ওই কমিটি পুনর্বহালের বলে দাবি জানানো হয়েছে।

ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ছেলের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে পিতার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। ঘটনাটি ঘটেছে হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামে। জানা গেছে, ঐ গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহাদৎ হোসেনের ছেলে রাশেদ (৪৩) শরীয়তপুর জেলার এল.জি.ই.ডি দপ্তরে কার্য সহকারী হিসেবে কর্মরত অবস্থায় মঙ্গলবার গভীর রাতে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ....রাজিউন)। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবেই বাবা শাহাদত হোসেন হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় উক্ত পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়ায় কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আখাউড়ায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুসলিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ডিজিটাল সেন্টারের ম্যানেজার মো. শরীফুল ইসলাম, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, সমাজসেবক এস এম শাহজাদা খাদেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনএস কবির পলাশ, সাংবাদিক জুটন বণিক, মো. রমজানুুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জনকে সনদ দেয়া হয়।

রাজারহাটে প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা প্রকৌশলী জি কে এম আনোয়ারুল আলমের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রেস ক্লাব রাজারহাটের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে প্রেস ক্লাব সভাপতি এস এ বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, সাবেক উপজেলা পরিষদের চেযারম্যান আলহাজ আবুনুর মো. আক্তারুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হক্কানী, প্রধান শিক্ষক আঃ লতিফ মোল্লা, আশরাফুল ইসলাম প্রমুখ। পরে বিদায়ী প্রকৌশলীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে: গোসল করার জন্য খালে নেমে নিখোঁজ হাসান মিয়ার (১৭) লাশ মিলেছে চারদিন পর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার উলচাপাড়ায় কুরুলিয়া খালের ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হাসান পৌর শহরের ৯ নং ওয়ার্ডের নয়নপুর এলাকার লিলু মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে হাসান তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে কুরুলিয়া খালে গোসল করতে আসে। কচুরিপানায় ঠাসা খালের একটি পরিষ্কার অংশ দেখে হাসান গোসল করতে সেখানে ঝাঁপ দেয়। এরপর অনেকক্ষণ সময় পার হলেও হাসানের কোনো খোঁজ পায়নি সহপাঠীরা। পরে হাসানকে খুঁজে না পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী খালে নেমে কচুরিপানা পরিষ্কার করে খোঁজ করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার চরপারবর্তী ইউনিয়নে অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান, ২টি কার্টুজ, ৩টি কিরিছ, ২ কোরা বাড়ি, ২টি রামদা উদ্ধার করেছে। বুধবার ভোরে মৌলভী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, উপজেলার মুছারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম টিটু (২৮) ও একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে নিজাম উদ্দিন প্রকাশ বৈজ্ঞানিক (৩২)।

সলঙ্গা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সলঙ্গা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র দলিল লেখক হোসাইন আলী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সলঙ্গা সাব-রেজিস্ট্রার খালেদা সুলতানা।

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: জাফলং এলাকায় মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পক্ষ থেকে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে প্রায় পাঁচ শত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এবারের ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র হাতে তুলে দেন জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের চেয়ারম্যান সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের অন্যতম পরিচালক স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের সভাপতি ড. কবির চৌধুরী। স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরীর পরিচালনায়, চার ঘণ্টা ব্যাপী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে রাখেন- জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবিদুস সামাদ, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালক হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম শাহি ঈদগাহ ক্যাম্পাসের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী, স্কলার্সহোম মেজর টিলা ক্যাম্পাসের নাজমুল বারি, ফিলিপাইন এ নিযুক্ত বাংলাদেশী সাবেক রাস্ট্রদূত মেজর জেনারেল (অব.) জন গোমেজ সহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিরা।

দৌলতপুরে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আসামি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতপুরে পুলিশ হেফাজত থেকে সাহাদ আলী (৪৫) নামে এক আসামি পালিয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার থেকে বাথরুমে যাওয়ার নাম করে ওই আসামি পালিয়ে যায়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, ভাগজোত বাজারে ওয়ারেন্টের আসামি বলে সাহাদ আলীকে পুলিশ আটক করে। এ সময় অন্য আসামিদের নাম যাচাই-বাছাই করার সময় বাথরুমে যাওয়ার নাম করে সাহাদ আলী পালিয়ে যায়। তবে সাহাদ আলীর খোঁজখবর চালানো হচ্ছে। খোঁজ পেলেই তাকে আটক করে পুলিশে দেয়া হবে। এবিষয়ে মথুরাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ কামরুল ইসলাম জানান, ভাগজোত বাজারে সাহাদ আলী নামে এক আসামির নাম যাচাই- বাছাইকালে লোকজনের মাঝে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি সাহাদ আলী পেছন থেকে পালিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।   

সোনাইমুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: সোনাইমুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার টিনা পালের সভাপতিত্বে বীর বিক্রম মোজাফফর আহাম্মদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) ইমদাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, সোনাইমুড়ী পৌরসভা প্রতিনিধি কাউন্সিলর মো. লোকমান, ৫নং অম্বরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, ৬নং নাটেশ্বর ইউপি চেয়ারম্যান মো. খোকন, ৮নং সোনাপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, ১০নং আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ভূঁইয়া।
 

পটুয়াখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
পটুয়াখালী প্রতিনিধি: সমাজে বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনির সভাপতিত্বে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসীম উদ্দীন। বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক ওবায়দুল হক মতিন, আবদুস সালাম প্রমুখ। সভায় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ প্রতিরোধে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: মাহে রমযানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন শোভাযাত্রা করেছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসার বিপুল সংখ্যক ইমাম এবং আলেমগণ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status