বাংলারজমিন

রমেক মর্গে দেড় বছর ধরে ৬ বেওয়ারিশ লাশ

জাভেদ ইকবাল, রংপুর থেকে

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৮:০৯ পূর্বাহ্ন

বেওয়ারিশ ৬ জনের লাশ দেড় বছর ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। এর মধ্যে দুই নারী ও ৪ পুরুষের লাশ রয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৫০ এর মধ্যে। রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় এরা। লাশগুলোর কোনো দাবিদার না থাকায় এদের ঠাঁই হয়েছে হিমঘরে। এ ছয় লাশের সদ্‌গতি কবে হবে তা কেউ বলতে পারছে না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আইনি জটিলতার কারণে এটি পড়ে আছে। পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাবে দিনের পর দিন মর্গে থাকা লাশগুলোর পচন ধরার উপক্রম হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার জানান, অজ্ঞাত এসব বেওয়ারিশ লাশের বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে বেওয়ারিশ লাশ দাফনের বিষয়ে সিটি কর্পোরেশনের মুখ্য ভূমিকা থাকলেও তারা রয়েছে উদাসীন। এসব নানা জটিলতায় লাশের শেষকৃত্য হচ্ছে না। সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত এসব বেওয়ারিশ লাশের পরিচয় উদ্ঘাটনের কোনো চেষ্টাও করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এদিকে হাসপাতালের হিমঘরে থাকা এসব বেওয়ারিশ লাশের সবচেয়ে বেশি দুর্ভোগের সৃষ্টি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারণে। হাসপাতালের মর্গের এসি নষ্ট হয়ে যাওয়ায় লাশগুলোর মধ্যে পচন ও দুর্গন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সুষ্ঠুভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status