খেলা

বিশ্বকাপে ব্যর্থ হলেও অবসর নেবেন না মেসি

স্পোর্টস ডেস্ক

১৬ মে ২০১৮, বুধবার, ১২:৫২ অপরাহ্ন

২০১৬’র কোপা আমেরিকাতে ব্যর্থতার দায়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। টানা তিনবার ফাইনালে উঠেও খালি হাতে ফেরার ব্যর্থতা মেনে নিতে না পেরেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। তবে রাশিয়া বিশ্বকাপে আরেকবার হতাশ হলেও জাতীয় দল থেকে অবসর নেবেন না এ আর্জেন্টাইন অধিনায়ক। গতকাল আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, যদি আমরা বিশ্বকাপ নাও জিতি, আমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব। ২০১৬তে অবসরের ঘোষণা দেয়াটা যে ভুল ছিল, এখন সেটা খুব ভালো করে উপলব্ধি করেন তিনি। এ বিষয়ে মেসি আরো বলেন, ওটা (অবসরের ঘোষণা) বলার পর আমার মনে হয়েছিল, বিষয়টা আসলে ঠিক হয়নি। এটা দিয়ে আসলে তরুণদের ও যারা লড়াই করার স্বপ্ন দেখে তাদের সবাইকে ভুল বার্তা দেয়া হয়। যেটা তুমি চাও, তার জন্য চেষ্টা ও লড়াই চালিয়ে যাওয়া উচিত। ক্লাব ফুটবলে শিরোপার বৃষ্টিতে ভিজে চলেছেন মেসি। কিন্তু জাতীয় দলের হয়ে শিরোপার ঘরটা এখনও ফাঁকাই রয়ে গেছে তার। অথচ নামের পাশে তিনটি শিরোপা থাকতে পারতো তার! টানা তিন বছর তিন ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি আলবিসেলেস্তেদের। ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর ২০১৫ ও ২০১৬’র কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ফাইনালেই স্বপ্নভঙ্গ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। ২০১৬’র যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার ফাইনাল হারের পর রাগে-দুঃখে জাতীয় দলকে বিদায়ই বলে দিয়েছিলেন তিনি। পরে অবশ্য অবসর ভেঙে ফিরে আবার বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন আর্জেন্টিনাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status