শেষের পাতা

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের শক্তি প্রয়োগের প্রতিবাদ ঢাকার

কূটনৈতিক রিপোর্টার

১৬ মে ২০১৮, বুধবার, ১০:২৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের ওপর ইসরাইল কর্তৃপক্ষের শক্তি প্রয়োগের ফলে ফিলিস্তিনি নাগরিকদের নিহত ও কয়েক হাজার আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল বলা হয়, ‘আমরা এই ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে ইসরাইলি কর্তৃপক্ষের বর্বরোচিত 
হামলা বন্ধে চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বাংলাদেশ জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরে তৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং এ ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী জেরুজালেমের আইনি মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ‘টু-স্টেট’ সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করে এবং ১৯৬৭-পূর্ব সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে এর রাজধানী হিসেবে দেখতে চায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status