দেশ বিদেশ

দুইটি পার্কের আধুনিকায়নের উদ্বোধন করলো ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

১৬ মে ২০১৮, বুধবার, ১০:২২ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র দুইটি পার্কের আধুনিকায়ন ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর গুলশান-২ এর ‘রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্ক’ এবং বনানীর ‘বনানী উইমেন অ্যান্ড চিলড্রেন পার্কের উদ্বোধন করেন ডিএনসিসির প্যানেল মেয়র মো. ওসমান গণি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ‘উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম হিসেবে এ পার্ক দুইটির আধুনিকায়ন ও উন্নয়ন করা হচ্ছে। এর আওতায় মোট ২৬টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে।
রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্কের যেসব উন্নয়ন কাজ করা হবে তা হচ্ছে পার্কের ভেতরে চারপাশের ওয়াকওয়ে, সাইকেল ট্রেক, জিমনেশিয়াম, লাইব্রেরি, বাস্কেটবল কোর্ট, নামাজঘর, মহিলাদের বসার স্থান, ফোয়ারা, পাবলিক টয়লেট, শিশুদের খেলার ব্যবস্থা, গেট হাউজ, ওপেন এম্পিথিয়েটার নির্মাণ। অন্যদিকে বনানী উইমেন অ্যান্ড চিলড্রেন পার্কটিকে বিশেষভাবে মহিলা ও শিশুদের উপযোগী করে আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে। এই পার্কে শিশু খেলনা স্থাপন, খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা, মহিলাদের জন্য পৃথক বসার স্থান, টয়লেট, সাইকেল ট্রেক, ওয়াকওয়ে ইত্যাদির ব্যবস্থা থাকবে। পার্ক দুইটি আধুনিকায়ন ও উন্নয়ন কাজ আগামী ২০১৯ সালের মার্চের মধ্যে সমাপ্ত করা হবে। পার্ক দুটির আধুনিকায়নের ফলে নগরবাসী প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। উল্লেখ্য, প্রয়াত মেয়র আনিসুল হক এই প্রকল্পের মাধ্যমে ২৬টি খেলার মাঠ ও পার্কের আধুনিকায়ন ও উন্নয়ন, ২৩টি পাবলিক টয়লেটের উন্নয়ন এবং ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন। এর বাইরে আরো ৪টি কবরস্থানের উন্নয়ন, ১৫টি ফুটওভার ব্রিজের উন্নয়ন এবং তিনটি জবাইখানার উন্নয়ন ও একটি নতুন জবাইখানা নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন।
যা তিনি পূরণ করে যেতে পারেননি। উদ্বোধন অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. ওসমান গণি বলেন- প্রয়াত মেয়র আনিসুল হকের আরো একটি স্বপ্ন পূরণ হলো। তিনি এলাকাবাসীর কাছে এই পার্ক দুইটি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য আহ্বান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status