দেশ বিদেশ

আজ মুক্তি পাবেন আনোয়ার ইব্রাহিম!

মানবজমিন ডেস্ক

১৬ মে ২০১৮, বুধবার, ১০:০১ পূর্বাহ্ন

আজ জেল থেকে মুক্তি পেতে পারেন মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকালই তার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা আজ পর্যন্ত স্থগিত করা হয়েছে। সাধারণ ক্ষমার অধীনে তার জেলমুক্তি চেয়ে আবেদন করা হয়। তা অনুমোদন করেন ইয়াং ডি-পারতুয়ান আগং। এরপর এ বিষয়ে সরকারের সাধারণ ক্ষমা বিষয়ক বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল গতকালই। কিন্তু সেই বৈঠক স্থগিত করা হয়েছে বুধবার পর্যন্ত। ওই বৈঠকে রাজা ঘোষিত সাধারণ ক্ষমা নিয়ে আলোচনা হবে। এরপরই জেল থেকে বেরিয়ে আসতে পারেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এ বিষয়ে রাজা ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের অফিস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের মুক্তির সব বিষয়ে সন্তুষ্ট তিনি। এরপরই সাধারণ ক্ষমা বিষয়ক বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নতুন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ অনুরোধ করেছেন, বোর্ড যেন ১৬ই মে পর্যন্ত ওই বৈঠক স্থগিত রাখে। এ বিষয়ে রাজপ্রাসাদের কর্মকর্তা আহমাদ দাহলান বলেছেন, ১৬ই মে এ বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে যে অনুরোধ রাখা হয়েছে তাতে সম্মতি রয়েছে ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের। এ নিয়ে প্রধানমন্ত্রী মাহাথিরের সঙ্গে আলোচনা করেছেন উপ-প্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইল। আনোয়ার ইব্রাহিমের জামিন বুধবার পর্যন্ত স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারের দল পার্টি কেদিলান রাকাইয়াত (পিকেআর) ও তার নিজের আইনজীবী আর সিবারাসা। তিনি বলেছেন, পরিবারের পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমের মুক্তি দাবি করে আবেদন জানানো হয়েছিল। বলা হয়েছিল, তিনি ভুল বিচারের শিকার হয়ে শাস্তি ভোগ করছেন। এ ছাড়া তার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার কথা তুলে ধরা হয়েছিল। উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম বর্তমানে রাজধানী কুয়ালালামপুরে ছেরাস রিহ্যাবিলিটেশন হাসপাতালে চিকিৎসাধীন। তার কাঁধে একটি অপারেশন হয়েছে। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। এর আগে আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহকে উদ্ধৃত করে শনিবার চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছিল, আনোয়ার ইব্রাহিমকে মঙ্গলবারই মুক্তি দেয়া হবে। ওদিকে তিনি মুক্তি পেলেই কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হবেন কি না এমন গুঞ্জনও আছে। তবে, তার স্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী আজিজা বলেছেন, তাকে প্রধানমন্ত্রী করার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তিনি বর্তমান প্রধানমন্ত্রী মাহাথিরের ওপর আস্থাশীল। বুধবারের নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট ২২২ আসনের পার্লামেন্টে ১১৩ আসনে বিজয়ী হয়। এর মধ্যে আনোয়ারের পিকেআর পায় ৪৮ আসন। এখন মাহাথির প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালে তিনিই হবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জোট গড়ার আগে এমনই চুক্তি হয়েছে তাদের মধ্যে। কিন্তু এরই মধ্যে বলা হয়েছে, ক্ষমতার প্রথম দু’বছর দায়িত্বে থাকবেন মাহাথির। এ সময়ে সাধারণ ক্ষমার মাধ্যমে আনোয়ারকে তিনি মুক্তি দেবেন। একটি আসনে উপ-নির্বাচনে তাকে বিজয়ী করে আনবেন। তারপর তার হাতে ক্ষমতা তুলে দেবেন। আনোয়ার ইব্রাহিমের বয়স এখন ৭০ বছর। সমকামিতার অভিযোগে ২০১৫ সালে তাকে পাঁচ বছরের জেল দেয়া হয়। এ অভিযোগকে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন। মঙ্গলবার ছেরাস রিহ্যাবিলিটেশন সেন্টারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনোয়ারের স্ত্রী আজিজা। তিনি বলেন, এখনই আনোয়ারকে প্রধানমন্ত্রী করার কোনো ইচ্ছা নেই। যা হওয়ার তা হয়ে গেছে। পাকাতান হারাপান জোট ক্ষমতার মসৃণ হস্তান্তরে বিশ্বাস করে। বর্তমানে এই জোটের সামনে থেকে নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মাহাথির। আমরা চাই তার অধীনে প্রশাসনে পরিবর্তন ও সংস্কার আসুক। তবে, তার স্বামীকে ঠিক কবে মুক্তি দেয়া হবে সে বিষয়ে তিনি কিছু জানেন না। আজিজা বলেছেন, বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় পারডনস বোর্ড বা সাধারণ ক্ষমা বিষয়ক পরিষদ বৈঠকে বসার কথা রয়েছে। তবে, আনোয়ারকে মুক্ত করতে কত সময় লাগবে আমরা জানি না। উল্লেখ্য, যদি তিনি আজ বুধবার মুক্তি পান তাহলে স্থানীয় সময় রাত ১০টায় পাডাং তিমুর এলাকায় হিমপুনান মারডেকা রাকিয়াত সমাবেশে তার যোগ দেয়ার কথা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status