খেলা

রাশিয়া বিশ্বকাপে প্রেসিডেন্টের শুভেচ্ছা দূত কিরণ

স্পোর্টস রিপোর্টার

১৬ মে ২০১৮, বুধবার, ৯:৫৮ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপের ভেন্যু একাতেরিনবার্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিয়েনোর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ। রাশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব এফসি উরালের ঘরের মাঠ একাতেরিনবার্গ অ্যারেনা। স্টেডিয়ামটিতে ৩৫ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। ভেন্যুটি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ আয়োজন করবে। মোহাম্মদ সালাহর মিশরের মুখোমুখি হবে লুইস সুয়ারেজের উরুগুয়ে। এই ভেন্যুতে ২১শে জুন ফ্রান্সের মুখোমুখি হবে পেরু, জাপান-সেনেগাল, ২৭শে জুন মেক্সিকো-সুইডেনের ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন কিরণ। এছাড়াও বিশ্বকাপের অন্য ভেন্যুগুলোতে অবজারভার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে তার। এ বিষয়ে কিরণ বলেন, এর আগে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে আমি ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে এবার রাশিয়া বিশ্বকাপের কাজটা সম্পূর্ণ ভিন্ন। এক জন বাঙালি হিসেবে যা আমার জন্য সত্যিই গর্বের। উল্লেখ্য, ফিফা কাউন্সিলের ৩৬ জন সদস্যের মধ্যে মাত্র ১২জন প্রেসিডেন্টের দূত হিসেবে ১২টি ভেন্যুতে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বাংলাদেশের কিরণ একজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status