খেলা

মিশর দলে ৪৫ বয়সী ইশাম

স্পোর্টস ডেস্ক

১৬ মে ২০১৮, বুধবার, ৯:৫৮ পূর্বাহ্ন


লিভারপুলের হয়ে ইউরোপ মাতানো মোহাম্মদ সালাহকে নিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। গোড়ালির ইনজুরি আক্রান্ত আর্সেনাল মিডফিল্ডার মোহাম্মদ এলনেনিকে ২৯ সদস্যের দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের রেকর্ড গড়তে যাচ্ছেন ৪৫ বছর বয়সী মিশর অধিনায়ক ইশাম এল হাদারি। গত আসরে ৪৩ বছর বয়সে মাঠে নেমেছিলেন কলম্বিয়ার ফারিদ মনড্রাগন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে মিশর। দলের আশার প্রদীপ দুর্দান্ত ফর্মে থাকা সালাহ। ‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়া, সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। আগামী ১৫ই জুন প্রথম ম্যাচের প্রতিপক্ষ লুইস সুয়ারেজের উরুগুয়ে।
মিশরের প্রাথমিক দল
গোলরক্ষক: ইশাম এল হাদারি, মোহাম্মদ এল শেনাউয়ি ও শেরিফ একরামি, মোহাম্মদ আওয়াদ।
রক্ষণভাগ: আহমেদ ফাথি, সাদ সামির ও আইমান আশরাফ, মাহমুদ হামদি, মোহাম্মদ আবদেল শাফি, আহমেদ হিজাগি ও আলী গাবর, আহমেদ এলমোহামাদি, করিম হাফেজ, ওমর গাবের, আমরো টারেক।
মধ্যমাঠ: মোহাম্মদ এলনেনি, তারেক হামিদ ও মাহমুদ আবদেল আজিজ, শিকাবালা, আবদুল্লাহ সাঈদ, স্যাম মোরসি, কাহরাবা, রামাদান সোবহি, ট্রেজেগুয়েট, আমর ওয়ারদা।
আক্রমণভাগ: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন, আহমেদ গোমা, কোউকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status