অনলাইন

কেসিসি নির্বাচন

কেন্দ্র ভাংচুর সরকার সমর্থকদের, দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

স্টাফ রিপোর্টার

১৫ মে ২০১৮, মঙ্গলবার, ১১:০৫ পূর্বাহ্ন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে তিনটি কেন্দ্র ভাংচুর করেছে সরকারদলীয় মেয়র প্রার্থীর সমর্থকরা। সেখান থেকে অন্য দলের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর এ ঘটনা ঘটে। ভাংচুর হওয়া কেন্দ্রগুলো হলো-জোহরা খাতুন স্কুল, বেয়ালা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, ময়লা সোনাপতা স্কুল, গণি বিদ্যালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু লোক জয় বাংলা স্লোগান দিয়ে কেন্দ্রগুলোতে হামলা চালায়। ভাংচুর করে কেন্দ্র। অন্য প্রার্থীদের এজেন্টদের বের করে দেয় তারা। তবে এ তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়নি। এদিকে ১৬ নম্বর ওয়ার্ডের নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্নুজান সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র দুইটি থেকে সরকার সমর্থক মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের এজেন্টদের ছাড়া বাকীদের বের করে দেয়া হয়েছে। ২১ নং ওয়ার্ডের উদয়ন বিদ্যালয় থেকে ভোটারদের বের করে দিয়েছে সরকার সমর্থকরা এমন অভিযোগ পাওয়া গেছে। দৌলতপুরের ৪নং ওয়ার্ডের দেয়ানা উত্তর পাড়া ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এদিকে জাল ভোট দেয়ার অভিযোগে ২২নং ওয়ার্ডের ফাতেমা স্কুল কেন্দ্রের একটি বুথে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। ২৪ নং ওয়ার্ডের ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার খলিলুর রহমানকে তালাবদ্ধ করে ধানের শীষের এজেন্টকে বের করে দিয়ে ৪০/৫০ জন সরকার সমর্থক ব্যালটে সীল মেরে চলে যায়। সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।     

[কাফি/আলিম/এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status