ভারত

১৪ই মে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন

কলকাতা প্রতিনিধি

১১ মে ২০১৮, শুক্রবার, ৮:১৭ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতা আপাতত কেটে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন পূর্ব ঘোষনা অনুযায়ী আগামী ১৪ই মে নির্বাচন করছে। ভোট গণনা হবে ১৭ই মে। গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন যদি মনে করে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তাহলে ১৪ মে ভোট হতে কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না আদালত। অবশ্য আদালত জানিয়ে দিয়েছেন নির্ব্চানের দিন যদি লাগাম ছাড়া সন্ত্রাস হয় এবং মৃত্যুর কোনও ঘটনা ঘটে তবে নিরাপত্তা সুনিশ্চিত বলে যে আধিকারিকরা আদলতেকে জানিয়েছেন তাদের বেতন ও সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরন দিতে হবে। তবে ইতিমধ্যে যে ৩৪ শতাংশ আসনে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে সে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। গতকাল সুপ্রিম কোর্ট ই-মনোনয়ন সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টের ই-মনোনয়ন সংক্রান্ত নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩রা জুলাই। আর এই রায় জানার পরই বিরোধীদের কটাক্ষ  করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জি সাংবাদিক সম্মেলনে বলেছেন, আদালতের রায়ে সাধারণ মানুষ খুশি। কংগ্রেস, সিপিএম এবং বিজেপি মিলে ভোট যাতে না হয় সেই চেষ্টা করেছিল। ভোটকে বিলম্বিত করতে চেয়েছিল বিরোধী তিন বন্ধু। এখন এক বৃন্তে দু’টি কুসুম নয়, তিনটি ফুল। জানা গিয়েছে, আগামী সোমবার ১৪ই মে  সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ৬১৫৮ পঞ্চায়েত সমিতি, ৩১৮৩৬টি  গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের ৬২২টি আসনে ভোট গ্রহণ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status