রকমারি

চীনে বিভিন্ন শহরজুড়ে কেন বাইসাইকেলের পাহাড়?

২৯ এপ্রিল ২০১৮, রবিবার, ১২:০২ অপরাহ্ন

চীনে বাইসাইকেল সবসময়ই খুব জনপ্রিয় একটি বাহন। তবে ইদানীং বাইসাইকেল শেয়ারিং অ্যাপ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বহু নতুন কোম্পানি সেখানে এই ব্যবসায় যুক্ত হয়েছে।
কিন্তু তার ফল হল চীনের শহর গুলোর রাস্তায় এত বেশি বাইসাইকেল চলতে শুরু করলো যে তা নিয়ে কর্তৃপক্ষকে রীতিমতো বেগ পেতে হচ্ছিলো।
শুধু বেইজিং শহরেই প্রায় ২৫ লাখের মতো নতুন বাইসাইকেল যুক্ত হল।
রাস্তার ধারে যত্রতত্র সেগুলো রেখে যাচ্ছিলেন ব্যবহারকারীরা।
চীনের বেশ কিছু শহর তাই প্রায় ১৫ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এখন বাইসাইকেলের যায়গা হয়েছে রাস্তার ধারে।
পরিত্যক্ত বাইসাইকেলের রীতিমতো পাহাড় তৈরি হয়েছে অনেক যায়গায়।
সবচাইতে জনপ্রিয় অ্যাপ মোবাইলের ফ্লোরিয়ান বনেহ বলছেন, আরো গোছালো পদ্ধতি বেরকরা জন্য কাজ করছেন তারা। তিনি বলছেন, "নতুন যেকোনো খাতে যেমন হয়, আমাদের এই উদ্যোগকে নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে। আমরা কাজ করতে করতে শিখছে"
কিন্তু কাজ শিখে ওঠার আগেই কেবলই জনপ্রিয় হয়ে ওঠা এই ব্যবসা কি খুব দ্রুতই পড়তে শুরু করলো।
ফ্লোরিয়ান বনেহ তা মনে করছেন না।
তিনি বলছেন, "শহরের কর্তৃপক্ষ অবশ্যই আমাদের সমর্থন করছেন। কারণ বাইসাইকেল যানজট দুর করে, এটি দূষণ রোধ করে এবং একই সাথে এটি স্বাস্থ্যে জন্যেও উপকারী। কিন্তু কিভাবে এই ব্যবসাটি একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে হবে সেটি করা আমাদের দায়িত্ব"
যেমন তার একটা নমুনা হল রাস্তায় যত্রতত্র সাইকেল পার্ক করে গেলে ব্যবহারকারীদের অপরাধের জন্য শাস্তি আর নিয়মকানুন মেনে কাজ করলে তার জন্য পুরস্কার।
যেমন বিনামূল্যে রাইড অথবা মূল্যহ্রাস।
কিন্তু যতদিন গোছালো পদ্ধতি তৈরি না হচ্ছে ততদিন রাস্তার ধারে জং ধরতে বসেছে হাজার হাজার বাইসাইকেল।

সূত্রঃ বিবিসি
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status