অনলাইন

গাজীপুর জামায়াতের আমিরসহ ৪৫ জন আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ২:৩২ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার একটি রিসোর্ট থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের মহানগর আমির অধ্যক্ষ এস এম সানাউল্লাহসহ  জামায়াত শিবিরের ৪৫জন নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৫টি পেট্রল বোমা, ৪টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের।
এ বিষয়ে দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়। এসময় সেখান থেকে জামায়াতের মহানগর আমির সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ১৫টি পেট্রল বোমা, ৪টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে আশেপাশের জেলা থেকে ভোরে এখানে সমবেত হয়েছিল বলে জানান এ কর্মকর্তা। আটক হওয়ায় মহানগর জামায়াত আমির সানাউল্লাহ স্বতন্ত্র পদে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন। পরে তিনি বিশ দলীয় জোটের সিদ্ধান্তে বিএনপির প্রার্থীর সমর্থনে তার প্রার্থীতা প্রত্যাহার করে হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন।
এদিকে, কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকায় পুলিশের অভিযানে দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status