খেলা

স্বল্প পুঁজিতে সাকিবদের আরেকটি দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ২:২৬ পূর্বাহ্ন

আগের ম্যাচে ১১৮ রানের পুঁজি নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩১ রানের দুর্দান্ত জয় তুলে নেয় সাকিব-উইলিয়ামসনদের সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৩২ রানের সংগ্রহ নিয়ে ১৩ রানের জয় পেয়েছে সানরাইজার্স। চার বল বাকি থাকতে ১১৯-এ গুটিয়ে যায় গেইল-অশ্বিনদের দল। টানা চার ম্যাচ জয়ের পর হার দেখলো পাঞ্জাব। দল হারলেও ম্যাচসেরার পুরস্কার জেতেন ৫ উইকেটশিকারি (চার ওভারে ১৪ রান) পেসার অঙ্কিত রাজপুত। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ আইকন সাকিব আল হাসান। দলের চাপের মুখে ২৯ বলে ২৮ রানের দায়িত্বশীল ইনিংসের পর বল হাতে ৩ ওভারে ১৮ রানে দুই উইকেট নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৩২ রানে সংগ্রহ দাঁড় করা স্বাগতিকরা সর্বোচ্চ ৫৪ রান করেন মানিশ পান্ডিয়া। ২১ রানে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫৫ রান তুলে পাঞ্জাবকে দারুণ শুরুই এনে দিয়েছিলেন ক্রিস গেইল (২৩) ও লোকেশ রাহুল (৩২)। এরপর সাকিব-রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মায়াঙ্ক আগারওয়াল ১২, করুণ নায়ার ১৩ রান করে সাজঘরে ফেরেন। ১১ নম্বরে নেমে ১০ রানে অপরাজিত থাকেন মুজিবুর রহমান। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। সাকিব ছাড়াও দু’টি করে উইকেট নেন সন্দ্বীপ শর্মা ও বাসিল থাম্পি। তিন উইকেট লাভ করেন আফগান লেগস্পিনার রশিদ খান। আট দলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সানরাইজার্স। সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের সংগ্রহ ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে পাঞ্জাব। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status