বিশ্বজমিন

পার্লামেন্টে অযোগ্য ঘোষিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

মানবজমিন ডেস্ক

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১২:৪৮ অপরাহ্ন

পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষিত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ইসলামাবাদ হাই কোর্টের একটি তিন-বেঞ্চের সদস্য বৃহ¯পতিবার এক রায়ে তাকে অযোগ্য ঘোষণা করেন। পার্লামেন্টের কাছ থেকে স¤পদ ঘোষণার সময় ফাকি দেয়ার দায়ে এই রায় দিয়েছেন আদালত। রায় অনুসারে, এখন থেকে কোন সরকারি পদের দায়িত্বে থাকতে পারবেননা আসিফ। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা  হয়, কয়েকদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আজীবনের জন্য পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়। এরপরই বৃহ¯পতিবার তার দলের জ্যেষ্ঠ সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে অযোগ্য ঘোষণা করা হল। তবে আসিফ কি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন কিনা তা এখনো ¯পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে আসিফ জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status