দেশ বিদেশ

বাংলাদেশের সর্ববৃহৎ তরলীকৃত এয়ার সেপারেশন ইউনিট-এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১০:১৮ পূর্বাহ্ন

লিন্ডে গ্রুপের গ্যাসেস ডিভিশনের সদস্য লিন্ডে বাংলাদেশ লিমিটেড সদ্য নির্মিত ১২০ কোটি টাকা মূল্যের (১৪.৬ মিলিয়ন ইউরো) এয়ার সেপারেশন ইউনিটের (এএসইউ) শুভ উদ্বোধন করেছে।  
২০১৫ সালের নভেম্বরে লিন্ডে এই প্ল্যান্টে বিনিয়োগের ঘোষণা দেয় এবং ২০১৬তে নির্মাণ কাজের সূচনা করে। এটি দৈনিক প্রায় ১০০ টন তরলীকৃত গ্যাস উৎপাদন করবে, যা বাংলাদেশে সবচেয়ে বড়। লিন্ডের নতুন এএসইউ বাংলাদেশে ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা, খাদ্য ও পানীয়, ফ্যাব্রিকেশন, ফার্মাসিউটিক্যাল, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙ্গা শিল্পে তরলীকৃত গ্যাস এবং এ সম্পর্কিত আনুষঙ্গিক সেবা প্রদান করবে। রূপগঞ্জ প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা লিন্ডে বাংলাদেশের বর্তমান উৎপাদন ক্ষমতাকে দ্বিগুণেরও বেশি করবে, যা বাংলাদেশের শীর্ষ গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে লিন্ডের অবস্থানকে আরও দৃঢ় করবে।
বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী এমপি, বীর প্রতীক।
এ অনুষ্ঠানে লিন্ডে গ্যাস এশিয়া, পিটিই লিমিটেড-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রব হিউজেস বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল লিন্ডে গ্রুপের অগ্রগতি বৃদ্ধির চালিকাশক্তি এবং বাংলাদেশে আমাদের কার্যক্রম বৃহত্তর দক্ষিণ এশিয়ায় আমাদের ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থার মধ্যেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অথনৈতিকভাবে ঈর্ষণীয় উন্নতি ও প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা আশাবাদী যে, বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে’। উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিদের নির্মিত প্ল্যান্টের ত্রিমাত্রিক দৃশ্য দেখানো হয়। নতুন এই এএসইউ লিন্ডে গ্রুপের প্রকৌশল প্রযুক্তি এবং ডিজাইন বিশেষজ্ঞদের অভিজ্ঞতার আলোকে তৈরি করা  হয়েছে। লিন্ডের বিশ্বখ্যাত এয়ার সেপারেশন প্রযুক্তি উচ্চ দক্ষতা এবং অপারেশনাল নির্ভরযোগ্যতা নিশ্চিত  করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status