বাংলারজমিন

গোয়াইনঘাটে পাহারাদার খুন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১০:০৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আবারো খুনের ঘটনা ঘটেছে। এবার এই নির্মমতার বলি হলেন চা বাগানের পাহারাদার। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৬ নং ফতেহপুর ইউনিয়নাধীন গুলনি চা বাগানে ঘটে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। নিহত হতভাগার নাম প্রধন্যপাত্র (৩৫)। সে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার কালেশ্বরী গ্রামের স্বর্গীয় বিনয় পাত্রের ছেলে ও গুলনি চা বাগানের একজন পাহারাদার। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ফতেহপুর ২য় খণ্ড (গোসাইনপুর পারাইয়াটিলা) গ্রামের নিজাম উদ্দিনের গৃহপালিত গরু চরানোর জন্য তার ছেলেরা গুলনি চা বাগানে নিয়ে যায়। এসময় বাগান বিনষ্টকারী এসব পশু আটক করে খোয়াড়ে নিয়ে যেতে আসেন বাগানের নিযুক্ত পাহারাদার প্রধন্যপাত্রসহ অপরাপর পাহারাদাররা। গরু আটক করে নিয়ে যেতে চাইলে পাহারাদারদের সঙ্গে এসময় তর্কবিতর্ক ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে নিজাম উদ্দিনের ছেলেদের সঙ্গে। বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজামের ছেলে আহাদ, আলবাবরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় পাহারাদার প্রধন্যপাত্রের ওপর। এতে রক্তক্ষরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান পাহারাদার প্রধন্যপাত্র। খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, অফিসার তদন্ত হিল্লোল রায়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করতঃ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার তদন্ত হিল্লোল রায় জানান, পাহারাদার খুনের ঘটনার খবর পেয়ে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ও লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে হামলাকারী স্থানীয় নিজাম উদ্দিনের ছেলে আহাদ, আলবাব ও নিজামের স্ত্রী পরিনা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status