বাংলারজমিন

হাতিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি হামলায় আহত ৪৪

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচরের চেয়ারম্যানঘাটের কাছে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষে পালটাপালটি হামলা, ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ৬টি মোটরসাইকেল। গতকাল দুপুর বারটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ২ পক্ষকে ২ দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ আলী ওরফে রাতুল নিজের গাড়ি ও মোটরসাইকেল বহর নিয়ে সড়ক পথে হাতিয়ার চেয়ারম্যানঘাটে শোডাউনে যাচ্ছিলেন। গাড়ি বহরটি চেয়ারম্যানঘাটের অল্প উত্তরে বয়ারচর অতিক্রম করার সময় বহরের দলীয় কর্মীরা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থকদের সঙ্গে পালটাপালটি হামলা ও ধাওয়ায় লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। এ সময় গাড়ি বহরের ৬টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বহরের সঙ্গে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহতদের মধ্যে মনির উদ্দিন (৩০), আকবর হোসেনকে (৩৩) নোয়াখালী শহরের গুডহিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সফি উদ্দিন, কামাল উদ্দিন, রুবেল হোসেন ও জামাল উদ্দিনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী অভিযোগ করেন, গতকাল দুপুরে মাহমুদ আলী রাতুল পুলিশ পাহারায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের মোটরসাইকেলের বহর নিয়ে চেয়ারম্যানঘাট যাওয়ার পথে তাঁর সমর্থকদের যাকে যেখানে পেয়েছে, সেখানে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। এতে তার কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। অপরদিকে আগে হামলার অভিযোগ অস্বীকার করে মাহমুদ আলী রাতুল গণমাধ্যম কর্মীদেরকে বলেন, তিনি মোটরসাইকেল বহর নিয়ে যাওয়ার পথে সড়কের পাশে থেকে মোহাম্মদ আলীর সমর্থকেরা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তিনি দাবি করেন, হামলায় তার ২৪ জন কর্মী আহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী হাতিয়ার নলেরচরের মোরশেদ বাজার ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, আওয়ামী লীগের দুইপক্ষে মারামারির খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কী না তা জানা জায়নি। হাতিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান সিকদার মানবজমিনকে জানান, চেয়ারম্যানঘাটের কাছে হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে। এ ঘটনায় এমাল হক (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের ১২টি মামলা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status