বাংলারজমিন

আগামী দেড় বছরে ডিএনডি প্রকল্প বাস্তবায়িত হবে - লে. কর্নেল মাসফীক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

আগামী দেড় বছরের মধ্যে ডিএনডিবাসীর জলাবদ্ধতার সমস্যা সমাধানের আশ্বাস দিলেন ডিএনডি উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মাসফীক আলম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সার্কিট হাউজে ‘জনদুর্ভোগ লাঘবে ডিএনডির পানি নিষ্কাশন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও যানজট নিরসনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজকে এই সভায় আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো। জলাবদ্ধতা নিরসন, ডিএনডি প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা। প্রথমে বলতে চাই, ডিএনডি প্রকল্পটি তিন বছর মেয়াদি প্রকল্প। গত ডিসেম্বরের দিকে আমরা প্রকল্প হাতে নিয়েছি এবং জানুয়ারিতে কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী দেড় বছরে আমরা প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারবো। আমরা প্রথমে একে একটা খাল পুনঃখননের পরিকল্পনা হিসেবে নিয়েছিলাম। কিন্তু আমরা  একে নিয়ে আরো বড়ো পরিকল্পনা করছি। আমরা ঢাকার হাতিরঝিলের প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে তার  চেয়েও ভালো কিছু করার জন্য কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, প্রকল্প কর্মকর্তা মেজর মাহতাব, জেলা পুলিশ সুপার মঈনুল হক, সিটি করপোরেশন, এলজিইডি, জেলা পরিষদের প্রতিনিধি, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীণা, ফতুল্লার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলর, রাজনৈতিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।    
উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) সেচ প্রকল্প এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (ফ্রেজ-২) শীর্ষক প্রকল্পটির বাস্তবায়ন করছে সেনাবাহিনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status