বাংলারজমিন

ঝিনাইদহে মসিউর রহমানসহ ২৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ১০:০০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরো ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানার এসআই মো. মোহসীন তরফদার বাদী হয়ে মামলাটি করেন।  গত দুই মাসে ঝিনাইদহে ৯টি মামলায় প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর নামে মামলা করলো পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশের দায়েরকৃত মামলায় নতুন করে আসামি করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আলীম ও হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ। এদিকে বুধবার রাতে জেলা যুবদলের আহ্বায়ক আহসান হাবিব রনক, মীর ফজলে ইলাহী শিমুল ও রবিউল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপির এই ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় ককটেল, লাঠি ও পেট্রোলবোমা জব্দ করেছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক অন্যদের আসামি করা হয়।

এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমএ মজিদ জানান, একমাত্র ঝিনাইদহ ছাড়া দেশের কোনো জেলায় এ ধরনের হয়রানি ও মিথ্যা মামলা আর গণগ্রেপ্তারের নজির নেই। এসব মামলার আসামিরা ঝিনাইদহ জেলার কোনো এলাকায় কীভাবে নাশকতা করেছে এবং তাদের দ্বারা পরিবেশ, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে তা সচেতন মানুষ জানে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। এভাবে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে হতদরিদ্র নেতা-কর্মীদের জীবন অতিষ্ঠ করে তোলা অমানবিক বলেও তিনি মনে করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status