বাংলারজমিন

আল্লাহর দ্বীন কায়েম করতে হলে রাসুল (সা.)’র আনুগত্যের বিকল্প নেই -মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহর দ্বীন কায়েম করতে হলে রাসুল (সা.)’র আনুগত্যের বিকল্প নেই। নামাজ, রোজা তথা ইসলামের রুকনগুলো সঠিকভাবে আদায় করলে রাসুল (সা.)’র আনুগত্য হয়। পালন হয় আল্লাহর হুকুম। আজ কিছু জ্ঞানপাপী ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষের ইমান নষ্ট করছে। তাই শবেবরাত ও রমজান মাসের আমলের এব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সালাফীদের অপব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। তিনি গতকাল দুপুরে স্থানীয় জালালিয়া ইব্রাহীমিয়া আবাসিক মাদরাসার সেমিনার হলে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আল ইসলাহ ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন গজনভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান, সিলেট মহানগরের সেক্রেটারি মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, আল ইসলাহ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রউফ মাওলানা আবদুল মুছাব্বির, মাওলানা আবদুল কা্‌ইয়ুম, আবদুল হান্নান তহুর, মাওলানা কাজী মনজুর আহমদ, মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা ইউনুছ আলী, মাওলানা আবদুল্লাহ আল মোবারক, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মজতবা আহমদ মিছলু, তালামীয নেতা হাফিজ তৌরিছ আলী, জুবায়ের আহমদ রাজু, আবদুল আমিন, ছালেহ আহমদ, ওলিদুর রহমান, আবদুল কাদির, নাছির প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status