দেশ বিদেশ

নারী কর্মীদের নিরাপদ অভিবাসনে কোনো আপস নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

বিদেশগামী নারী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে সরকার কোনো আপস করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, বিদেশে কর্মরত নারীকর্মী অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিদেশগামী নারীকর্মী কোনো প্রতারণার বা হয়রানির স্বীকার হলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মন্ত্রণালয় আয়োজিত ‘টেকসই উন্নয়নে নিরাপদ নারী অভিবাসন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে বিদেশে নারীর কর্মসংস্থানের ভূমিকা অনস্বীকার্য। রেমিটেন্স অর্জনে নারীকর্মীরা ব্যাপক অবদান রাখছে। নারীরা যে বিদেশে কাজ করছে সেখানে তাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। বাস্তবে নারী অভিবাসনে যেসব সমস্যা রয়েছে সরকার তা মোকাবিলা করছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকেও এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়নে নিরাপদ নারী অভিবাসন শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) মো. আমিনুল ইসলাম। কর্মশালায় ‘টেকসই উন্নয়ন ও নিরাপদ নারী অভিবাসন’ বিষয়ে উপস্থাপনা করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা। কর্মশালায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ-এর সভাপতি বেনজির আহমেদ, বোয়েসেল- এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড- এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, এসডিসি-এর ডেপুটি হেড অব মিশন এবং কো-অপারেশন ডিরেক্টর মিস বিয়াতে এলসাসার, ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মিস সকো ইশিকাওয়া এবং জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ-এর স্থায়ী মেম্বার মো. নজরুল ইসলাম। অংশগ্রহণকারীদের ৬টি দলে বিভক্ত করে কর্মশালাটি পরিচালিত হয়। কর্মশালায় ৬টি বিষয়ের ওপরে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। এ ৬টি বিষয় হলো, নারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি/প্রাক-বহির্গমন প্রশিক্ষণ (পিডিটি), নিয়োগী নৈতিকতা (এথিকাল রিক্রুটমেন্ট), নারী অভিবাসী কর্মীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসনের জন্য সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের করণীয়, জেন্ডার সংবেদনশীল মানসম্মত কর্মসংস্থানের শর্তাবলী, অভিযোগ ব্যবস্থাপনা এবং নারী অভিবাসী কর্মীদের সামাজিক-অর্থনৈতিক প্রত্যাবাসন। ইউএন উইমেন-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ এবং এনজিও-এর প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status