দেশ বিদেশ

কসবায় সাবেক এমপির বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভূইয়াসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাবেক এমপি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলমসহ ৫ জনের বিরুদ্ধে গত দুইদিনে ৭টি মামলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অনুমতি নিয়ে গত বুধবার রাতে ৪টি ও গতকাল বৃহস্পতিবার ৩টি মামলা হয়েছে। এদিকে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কাওছার ভূইয়াসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে কুৎসা রটনার প্রতিবাদে গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সুপার মার্কের চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাবেক সাংসদ শাহআলম ও শ্যামল রায়, সৈয়দ মহসিন ও জয়হাসানের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বেলা ১১টার দিকে কসবা-কুটি চৌমহনী সড়কের কসবা পৌর শহরের সুপার মার্কেট এলাকায় মানববন্ধন অনুষ্ঠানে সাবেক সাংসদ মোহাম্মদ শাহআলম ও যুবলীগ নেতা শ্যামল রায়কে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাবেক সাংসদ মোহাম্মদ শাহআলম, শ্যামল কান্তি রায়, মো. শাহ সুজা জাফরী, তসলিমুর রেজাসহ বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পুলিশ হেডকোয়ার্টারের অনুমতি নিয়ে ৭টি মামলা হয়েছে। পুলিশ মামলাগুলো তদন্ত করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status