দেশ বিদেশ

মানিক মিয়ার পরিবারে আর কেউ রইলো না

স্টাফ রিপোর্টার

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:৩৫ পূর্বাহ্ন

মিরপুরে একটি ভবনে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ মানিক মিয়াও মারা গেছেন। গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার আগুন লাগার পরপরই মারা যায় মানিকের সাত মাস বয়সী ছেলে তামীম। এ ছাড়া বুধবার দুপুরে মারা যান মানিকের স্ত্রী মীনা। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, সকাল পৌনে ৭টার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান মানিক। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার স্ত্রী মীনা বেগমের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। মানিক মিরপুরের স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার চণ্ডিপাশা গ্রামে। মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের চার নম্বর বাড়ির পাঁচতলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে সেখানে ঘুমিয়ে থাকা মানিকের পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তাদের মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তামীমকে মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status