বাংলারজমিন

ঝড়ে লণ্ডভণ্ড মাধবপুর

মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

মাধবপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত ফসলের ব্যাপক ক্ষতিসহ বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড ও ঝড়ে মহাসড়কে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলা সদরসহ প্রায় ১১টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায়। ঘণ্টাব্যাপী স্থায়ী ঝড়ে চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর বাজারের ১০টি ঘর, শাহজাহানপুর ইউনিয়নের আধা পাকা ঘরসহ বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ে কয়েক হাজার গাছ পালা ভেঙে যায়। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহজাহান ফকির জানান, ৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। ৮৩ জায়গায় তার ছিঁড়ে গেছে এবং অসংখ্য বিদ্যুৎ মিটার ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পুরোপুরি শুরু হয়নি। বিদ্যুৎ বিভাগের অনেক কর্মী লাইন স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে। ঝড়ের সময় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়াসহ কয়েকটি স্থানে রাস্তায় গাছ পড়ে বেরিক্যাড সৃষ্টি হয়ে শত শত ট্রাক, বাসসহ যানবাহন আটকা পড়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লোকজন চেষ্টা চালিয়ে ভেঙে পড়া গাছ অপসারণ করলে প্রায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম বলেন, ঝড়ে সবক’টি ইউনিয়নেই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status