বাংলারজমিন

সিলেটে কৃষকদের মানববন্ধন, হয় জমি রক্ষা নয় আত্মাহুতি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলার মহিষখেড় হাওর রক্ষার দাবিতে নগরীতে মানববন্ধন করেছেন কৃষকরা। বনবিভাগকে ঢাল করে বাপ দাদার আমল থেকে ভোগদখল করা কৃষি জমি ও গো-চারণ ভূমিতে তথাকথিত বনায়ন করা হলে মহিষখেড় গ্রাম সংলগ্ন ২ শতাধিক কৃষক পরিবার আত্মাহুতির হুমকি দিয়েছে। গোয়াইনঘাটে ফতেহপুর ইউনিয়নে দেশের একমাত্র সোয়াম ফরেস্ট (জলারবন) রাতারগুল যা পর্যটকদের কাছে সুন্দরবন নামে পরিচিত। বনবিভাগের মালিকানাধীন রাতারগুল থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বদিকের মহিষখেড় হাওরে স্থানীয় অধিবাসীদের কাছে ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত। এ হাওরে যেমন বোরো আবাদ হয়, তেমনি স্থানীয়দের মৎস্যজাত আমিষ চাহিদা পূরণ করে যাচ্ছে। নিজেদের ভাত-মাছের অধিকার ধরে রাখতে মহিষখেড় গ্রামের শত শত কৃষক রাজপথে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় কৃষক বাঁচাও, পরিবেশ বাঁচাও আন্দোলন সমিতির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সর্বস্ব হারানোর শঙ্কায় থাকা কৃষকরা ভাত-মাছের অধিকার বঞ্চিত হলে সপরিবারে আত্মাহুতি দেয়ার ঘোষণা দেন। মানববন্ধনে কৃষক বাঁচাও, পরিবেশ বাঁচাও আন্দোলন সমিতির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে ও জাগরণ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এম ওয়ারিছ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মানবাধিকার সোসাইটির সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. ইসলাম আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা. নাজিম উদ্দিন, প্যাসেফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল হক, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, প্যাসেফিক ক্লাব অব বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, অ্যাডভোকেট আতিকুর রহমান, সাব্বির হোসেন, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, আছাব উদ্দিন, আজমল আলী, ইমান আলী, বদরুল আলম, ইলিয়াছ আলী, দেলোয়ার হোসেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে আবারও মানববন্ধনে মিলিত হন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status