এক্সক্লুসিভ

স্বাস্থ্য বিষয়ক গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ইউআইইউ’র ড. মামুন

স্টাফ রিপোর্টার

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

সিমেড হেলথ একটি স্মার্ট স্বাস্থ্য মনিটরিং এবং প্রিভেনটিভ স্টার্টআপ যেটি এবার সুইজারল্যান্ডে টিএজি হিউয়ার কর্তৃক “সীডস্টার ইনোভেশন পুরস্কার-২০১৮” অর্জন  করেছে। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সিমেড হেলথ স্টার্টআপ সীডস্টার পুরস্কার  লাভ করলো। সিমেড হেলথ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এডভান্স ইন্টেলিজেন্ট মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম ল্যাব (এইমস ল্যাব)-এর পরিচালক ড. খন্দকার আবদুল্লাহ আল মামুনের স্বাস্থ্য বিষয়ক একটি গবেষণামূলক ফলাফল।
সিমেড-এর স্বাস্থ্য মনিটরিং ব্যবস্থাটি স্মার্ট ফোনের সঙ্গে সম্পৃক্ত, সিমেড-এর স্মার্ট মেডিকেল ডিভাইসসমূহ ব্যবহার করে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহের পরিমাপ প্রদর্শন করে ও প্রাপ্ত তথ্যসমূহ সুরক্ষিত ক্লাউড সার্ভারে সংরক্ষণ করে থাকে। ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক সংকেত জানতে পারবেন অত্যাধুনিক এই সিস্টেমের মাধ্যমে। সিমেড-এর রেকর্ডকৃত স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী ব্যবহারের মাধ্যমে ডাক্তারগণ রোগ নির্ণয়ের সময় কমিয়ে এনে উন্নত চিকিৎসা প্রদানে সমর্থ হন। এটি এখন একাডেমিয়া থেকে ইন্ডাস্ট্রিতে রিসার্চ কমার্শিয়ালাইজেশনের উজ্জ্বল দৃষ্টান্ত। সিমেড হেলথ-এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন বলেন ‘এটি সিমেড এবং বাংলাদেশ উভয়ের জন্য একটি গৌরবজনক মুহূর্ত’। ইনোভেশন পুরস্কার হিসেবে সিমেড হেলথকে পঞ্চাশ হাজার ডলার মূলধন বিনিয়োগ প্রদান করা হয়। সীডস্টার হলো একটি সুইস গ্রুপ যেটি সেপ্টেম্বর ২০১২ সালে প্রতিষ্ঠিত যার উদ্দেশ্য প্রযুক্তি এবং উদ্যোক্তার মাধ্যমে মানুষের জীবন ব্যবস্থা উন্নত করা। সীডস্টার ওয়ার্ল্ড বিশ্বের বৃহত্তম সীড-স্ট্যাজ স্টার্টআপ প্রতিযোগিতার মাধ্যমে ৬৬টি দেশের শীর্ষ প্রতিভা অর্জনকারীদেরকে পরামর্শদান, নেটওয়ার্কিং এবং তহবিল ইত্যাদি সেবা প্রদান করে থাকে। এ বছরে সীডস্টার ওয়ার্ল্ড সামিটে ৬৬টি দেশ থেকে ৬৬ উদ্ভাবনী স্টার্টআপস অংশগ্রহণ করে। এবার আঞ্চলিকভাবে বিজয়ীদের নিয়ে গ্লোবাল সামিটটি সুইজারল্যান্ডের লাউসনে সুইস টেক কনভেনশন সেন্টারে ৯ থেকে ১২ই এপ্রিল ২০১৮ অনুষ্ঠিত হয়। ১২টি দেশের ১২ জন শীর্ষ উদ্যোক্তা এবং ৫ দেশের শীর্ষ ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক এক্সিকিউটিভ প্যানেলের মাধ্যমে গ্লোবাল উইনার, টপ ইনোভেশন, টপ ফিনটেক, আফ্রিকান  হেলথ টেক, আফ্রিকান এনার্জি, নারী উদ্যোক্তা, সর্বাধিক সময় সংরক্ষণ, এবং টপ এডুটেক স্টার্টআপস- এই ৮ বিষয়ের ওপর এই পুরস্কার প্রদান করা হয়। সিমেড শীর্ষ ১২টি স্টার্টআপস-এর মধ্য থেকে শীর্ষ ইনোভেশন পুরস্কার ২০১৮ অর্জন করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status