খেলা

ফাইনালে তুর্কমেনিস্তানকে সমীহ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৬ পূর্বাহ্ন

গতবারের ফাইনালিস্ট উজবেকিস্তানে ফাইনালে উঠা বাংলাদেশের এবার শিরোপা অক্ষুণ্ন রাখার পালা। প্রতিপক্ষ শক্তিশীল তুর্কমেনিস্তান। শক্তি কৌশল সবদিক দিয়েই স্বাগতিকদের চেয়ে এগিয়ে দেশটি। এরপরেও তুর্কমেনিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ আলি পোর আরোজি। মিরপুরের শহীদ সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বেলা তিনটায় মুখোমুখি হবে দুই দল।
তুর্কমেনিস্তান শক্তিশালী দল। দাপটের সঙ্গে খেলেই ফাইনালে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। শক্তি কৌশল সবদিক দিয়েই স্বাগতিকদের চেয়ে এগিয়ে দেশটি। শক্তিশালী কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ বলেন, তারা খুবই পেশাদার দল। কিন্তু এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কেননা, উজবেকিস্তান, কিরগিজস্তানও ভালো দল ছিল; তারাও ভলিবলটা ভালো জানে। টেকটিক্যালি তারা ভালো। এ মুহূর্তে আমাদের দলও ভালো ফর্মে আছে। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস;-বলেন বাংলাদেশের এই ইরানি কোচ। ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আমাদের কৌশল, সামর্থ্য আমরা গত ম্যাচগুলোয় দেখিয়েছি। তবে ফাইনালটা কঠিন হবে। কেননা, তুর্কমেনিস্তানও ভালো প্রস্তুতি নিয়ে এসেছে-বলেন তিনি। গ্রুপ পর্বে নেপালের কাছে প্রথম সেট হারের পর জিতেছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে সরাসরি সেটে জিতেছিল দল। সেমি-ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে জেতা ম্যাচেও প্রথম সেটে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুটা ভালো না হলেও খুব বেশি চিন্তিত নন ২০১৬ সালে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয়া কোচ। এ নিয়ে তিনি বলেন, ভলিবলে এমনটা হতেই পারে। আপনি শুরুর দুই সেট হেরে গেলেন কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ আপনার মুঠোয় ছিল এবং পরে আপনি ঘুরে দাঁড়িয়ে জিততেও পারেন। এই প্রতিযোগিতা দেখিয়েছে আমাদের ছেলেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এবং জিততে পারে। কোনো সেট না হেরে ফাইনালে উঠে আসা তুর্কমেনিস্তানকে হারাতে হলে বিশেষ করে ব্লকিং ভালো করতে হবে বলে মনে করেন অধিনায়ক হরসিত বিশ্বাস। ‘সার্ভিস, ব্লক, অ্যাটাক সব বিভাগে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। বিশেষ করে ব্লকিংয়ে ভালো করতে হবে। ভলিবলে ব্লকিং খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো হলে প্রতিপক্ষের মনোবল ভেঙে যায়; ম্যাচ জেতাও সহজ হয়ে যায়।’ বাংলাদেশকে সমীহ করছেন তুর্কমেনিস্তান অধিনায়ক উসমানবেক কালান্দারোভ। সেমি-ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে স্বাগতিকদের জয় গ্যালারিতে বসে দেখার কথাও জানান তিনি। ‘বাংলাদেশ খুবই ভালো দল। আগের দিন তারা কিরগিজস্তানকে হারিয়েছে। আমরা পুরো ম্যাচটা দেখেছি এবং বিশ্লেষণ করেছি। আমাদের কৌশল, পরিকল্পনা সবই আসন্ন ফাইনাল জেতা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status