খেলা

দ্রুততম ডাবল সেঞ্চুরি লিটনের

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

ম্যাচের পরিণতি কী হতে পারে তার বোঝা যাচ্ছিল দিনের অর্ধেকটা শেষেই। বাংলাদেশ ক্রিকেট লীগে পূর্বাঞ্চল-মধ্যাঞ্চলের লড়াইটি ম্যাড়ম্যাড়ে ড্র’তে শেষ হচ্ছে অনেকটাই নিশ্চিত। তবে গতকাল আগ্রহের কেন্দ্রে ছিলেন লিটন কুমার দাস। আগের দিনের ১৩৯ রান নিয়ে গতকাল ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগান পূর্বাঞ্চলের এ ওপেনার। শেষ পর্যন্ত ত্রিশতকের আক্ষেপ থেকে গেলেও ব্যাট হাতে গর্বের এক রেকর্ড গড়েন লিটন। তিনি ব্যক্তিগত ২৭৪ রানে উইকেট খোয়ান। আগের দিনের ৩৩ রান নিয়ে গতকাল সেঞ্চুরি পূর্ণ করেন পূর্বাঞ্চলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনও। ২২৭ বলের ইনিংসে ১৪২ রান করেন আফিফ। এতে আফিফ হাঁকান ১৫টি চার ও পাঁচটি ছক্কা। আর মধ্যাঞ্চলের বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানিকে উইকেট দেয়ার আগে ২৯৩ বলে ক্যারিয়ার সেরা ইনিংসে ৩৫টি চার ও দুটি ছক্কা হাঁকান লিটন দাস। তৃতীয় উইকেটে এ দু’জন গড়েন ২৯৮ রানের জুটি। লিটনের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল ২১৯ রানের। ৫৯২/৬ সংগ্রহ নিয়ে ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ করে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দিনশেষে পূর্বাঞ্চল এগিয়ে যায় ৪৬ রানে। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে রকিবুল হাসানের (৩১৩ রান)। ক’দিন আগে নাসির হোসেনও চলে গিয়েছিলেন ট্রিপলের খুব কাছে। ২৯৫ রান করে আউট হয়ে যান নাসির। খুলনায় ১৯০ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। আর বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০-এর কম বল খেলে ডাবল সেঞ্চুরির প্রথম ঘটনা এটি। একই ম্যাচে ২৩০ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মধ্যাঞ্চলের ওপেনার আবদুল মজিদ। এতদিন রেকর্ডটি ছিল মোসাদ্দেক হোসেনের। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় লীগে বরিশালের হয়ে চট্টগ্রামের বিপক্ষে মোসাদ্দেক দ্বিশতক পূর্ণ করেছিলেন ২২৯ বলে। লিটন নিজেও রেকর্ডটির বিষয়ে জানতেন না। এমনকি কত বলে ডাবল সেঞ্চুরি করেছেন, সে হিসাবও তার জানা ছিল না। আর গতকাল দিনের খেলা শেষে লিটন বলেন, ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় আফসোস নেই তার। ম্যাচ বাঁচাতে পেরেই খুশি তিনি।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status