খেলা

কোহলির জরিমানা ও পুরস্কার

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

বিশাল পুঁজি নিয়েও হারের হতাশা ছিল। বিরাট কোহলির হতাশা গাঢ় হলো আরো। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে ২০৫ রানের পুঁজি নিয়েও চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেট হার দেখে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর ম্যাচ শেষে স্লো ওভার রেটের দায়ে ১২ লাখ রুপি জরিমানা করা হয় ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলিকে। নিজ ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামে কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো অর্ধশতকে ৮ উইকেটে ২০৫ রানে পৌঁছে ব্যাঙ্গালোরের সংগ্রহ। ৩০ বলে ৬৮ রান করেন ভিলিয়ার্স। জবাবে  মহেন্দ্র সিং ধোনির ৩৪ বলে হার না মানা ৭০ রানের ইনিংসে ভর করে ২ বল হাতে রেখেই ৫ উইকেটে জয় দেখে চেন্নাই। আর ম্যাচ শেষে আইপিএল-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এই মৌসুমে তার (কোহলির) দল প্রথমবার এই অপরাধ করেছে। আইপিএল’র আচরণবিধির সর্বনিম্ন ওভার রেট অপরাধ ধরে কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো।’ তবে এমন দিনে এক সুসংবাদও পেয়েছেন বিরাট কোহলি।  ভারতের  ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সম্মাননা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য বিরাট কোহলিকে মনোনীত করেছে দেশটির ক্রিকেট বোর্ড  (বিসিসিআই)।
আইপিএল-এ ছক্কার রেকর্ড
ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) বুধবার ব্যাঙ্গালোর-চেন্নাই ম্যাচে দু’দলের খেলোয়াড়রা হাঁকান ৩৩টি ছক্কা। আসরের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড এটি। আর টি-টোয়েন্টির ইতিহাসে এটি ম্যাচে দ্বিতীয় সর্বাধিক ছক্কার ঘটনা। এদিন ব্যাঙ্গালোরের ইনিংসে আসে ১৬ ছক্কা। এর মধ্যে এবি ডি ভিলিয়ার্স (৮), কুইন্টন ডি কক (৪) মনদীপ সিং (৩) ও ওয়াশিংটন সুন্দর একটি ছক্কা হাঁকান। অন্যদিকে চেন্নাইয়ের ইনিংসে ছক্কা আসে ১৭টি। এর মধ্যে আম্বাতি রাইডু (৮), মহেন্দ্র সিং ধোনি (৭) এবং শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভো হাঁকান একটি করে ছক্কা। আগের রেকর্ডে ২০১৭’র আইপিএল আসরে দিল্লি ডেয়ারডেভিলস ও গুজরাট লায়ন্সের ম্যাচে ৩১টি ছক্কা হাঁকান দু’দলের খেলোয়াড়রা। এছাড়া চলতি আসরে চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচেও আসে ৩১টি ছক্কা। টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টুর্নামেন্টে। ২০১৬তে সেন্ট্রাল ডিসট্রিক্ট ও ওটাগোর মধ্যকার ম্যাচে দু’দলের ব্যাটসম্যানরা হাঁকান ৩৪টি ছক্কা। এছাড়া একই বছর শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লীগে কল্টস ও কলম্বোর মধ্যকার ম্যাচে ৩৩টি ছক্কা উপভোগ করেন দর্শকরা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status