খেলা

ঊষাকে ছাড়াই হকি লীগ শুরু কাল!

স্পোর্টস রিপোর্টার

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

শুক্রবার রাত পর্যন্ত ঊষার ক্রীড়া চক্রের জন্য অপেক্ষা করবে ফেডারেশন। যদি শেষ মুহূর্তে অভিমান ভেঙে দলটি নিবন্ধন করে। এজন্য ক্লাবটিকে এই সুযোগ দিয়েছে ফেডারেশন। তাদের রেখেই লীগের ফিকশ্চার সাজিয়েছেন তারা। ফেডারেশন কর্মকর্তাদের বিশ্বাস হকির স্বার্থেই আগামীকাল শুরু হতে যাওয়া লীগে অংশ নিবে ঊষা। লীগ উপলক্ষে আয়োজিত সংবাদ সংম্মেলনে এমন আশাবাদই ব্যক্ত করেন ফেডারেশনের কোষাধ্যক্ষ ও লীগ কমিটির সদস্য সচিব কাজী মইনুজ্জামান পিলা। এ সময় যুগ্ম সম্পাদক মাহাবুবুল এহসান রানা, পৃষ্ঠপোষক গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান খান ও মতিঝিল থানার এসি মিশু বিশ্বাস উপস্থিত ছিলেন।
সাতদিনের দলবদল এবার গড়িয়েছে ১২ দিনে। সময় বাড়ানো হয়েছে ঊষা ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের জন্য। কিন্তু বাকি দু’দল দলবদল করলেও আসেনি ঊষা। খেলোয়াড় ছেড়ে দেয়ায় অনেকটাই নিশ্চিত ছিল যে তারা আর এই মৌসুমে খেলবে না। তারপরও ঊষার জন্য লীগ টার্ফে গড়ানোর আগের দিন পর্যন্ত অপেক্ষা করবেন হকি কর্তারা। প্রথম তিনদিনে আট ম্যাচের ফিকশ্চার দিলেও ঊষার খেলা নিয়ে জটিলতা রয়েছে। ফিকশ্চার অনুযায়ী আগামীকাল লীগের প্রথম দিনে শুরুর ম্যাচটি বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ও ভিক্টোরিয়ার। দ্বিতীয় ম্যাচে পুলিশের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ঊষার। যদি ক্লাবটি না আসে তাহলে কি হবে? এমন প্রশ্নের জবাবে মইনুজ্জামান পিলা বলেন, ‘আমরা আশা করছি শেষ পর্যন্ত ঊষা খেলতে আসবে। নইলে নতুন করে ফিকশ্চার সাজাতে হবে।’ তবে ফেডারেশনের এমন ফিকশ্চারকে নাটক বলেই অভিহিত করলেন ঊষা ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক সাফায়েত হোসেন ডালিম। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা কোন নাটক বুঝলাম না। আমরা দলবদল করিনি অথচ আমাদের নামে ফিকশ্চার বানিয়েছে। আমাদের জন্য অপেক্ষা করার কি আছে। এই অবস্থায় দল করা সম্ভব নাকি? এটা নাটক ছাড়া আর কিছুই নয়। আমরা এবারের মৌসুমে আর খেলছি না এটাই শেষ কথা। কারণ চ্যাম্পিয়ন দল করতে না পারলে দল গড়ে লাভ নেই।’ সূত্রে জানা গেছে, ২০০৬ সালেও একবার ঊষা খেলেনি। এমনকি গেল আসরে মোহামেডান না খেললেও অবনমন ছিল না। এবার কি হবে তার জন্য সময়ের অপেক্ষায় থাকতে বললেন ফেডারেশনের এক কর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status