খেলা

১০৪ দেশের টি-টোয়েন্টি স্ট্যাটাস

পাক-ভারত ইস্যুর সমাধান পায়নি আইসিসি

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

সদস্য সবগুলো দেশকেই টি-টোয়েন্টি স্ট্যাটাস দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফির বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। এ আসর বসবে ভারতে। এতে টানা দুই বছর দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে অস্ট্রেলিয়ায়। গতকাল আইসিসির কার্যনির্বাহী সভায় গৃহীত হয় এসব সিদ্ধান্ত। তবে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট ইস্যুর সমাধান পায়নি আইসিসি। সদস্য ১০৪ দেশের ছেলে ও মেয়েদের দলকে এমন মর্যাদা দেয়ায় জাতীয় দলের সব টি-টোয়েন্টি খেলাই আইসিসির আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে কার্যকর হবে তা। গতকাল আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, এই মর্যাদার সঙ্গে গ্লোবাল র‌্যাঙ্কিং সিস্টেমও চালু করবে আইসিসি। এই মুহূর্তে ১৮ সদস্য দেশের রয়েছে টি-টোয়েন্টি স্ট্যাটাস। যাদের ১২টি পূর্ণ সদস্য। এছাড়া স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও নেপাল রয়েছে এই মর্যাদায়। তবে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজের সূচি নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। সেটা হলো ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের এফটিপি। এ বিষয়ে রিচার্ডসনের কথাতেই স্পষ্ট যে এ জায়গায় একেবারে অসহায় আইসিসি। রিজার্ডসন বলেন, ‘এই ইস্যুটা পুরোপুরি জটিল। যতক্ষণ না দুই দেশের বোর্ড একমত হচ্ছে, এই ইস্যুর সমাধান পেতে সময় লাগবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status