দেশ বিদেশ

রাজধানীতে ট্রাকের নিচে ফেলে যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার

২৬ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর গ্রিন রোডে ট্রাকের নিচে ফেলে যুবলীগ নেতা শিশির মৃধাকে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবার। নিহত শিশিরের স্ত্রী শম্পা বলেন, শিশির ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির একনিষ্ঠ সদস্য। মঙ্গলবার রাত ১১টায় পটুয়াখালী ছাত্রলীগের সভাপতি হাসান ও তার দুই বন্ধুর সঙ্গে শিশির ঘুরতে বেরিয়েছিলেন। বের হওয়ার সময় শিশিরের মুঠোফোনে হাসানের সঙ্গে কথা হয় শম্পার। তিনি বলেন, হাসান ওর ভালো বন্ধু ছিলেন। ঘটনার পরপরই কলাবাগান থানা থেকে শিশিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশ। শিশিরের ফুপাতো ভাই মিরাজ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রিন লাইফ হাসপাতালের সামনে এক চায়ের দোকানদার জানিয়েছে, শিশিরকে একটি প্রাইভেট কার থেকে ২-৩ জন ব্যক্তি মিলে রাত ২টার দিকে ধাক্কাধাক্কির একপর্যায়ে ট্রাকের নিচে ফেলে দেয়া হয়। এ সময় ট্রাক চালক শিশিরকে বাঁচাতে গেলে সেও গুরুতর আহত হয়।

রাজনৈতিক কারণে ঢাকায় ধানমন্ডিতে বাসা নিয়ে থাকতেন শিশির। রাজনীতির পাশাপাশি পরিবারের সম্পত্তি দেখাশোনা করতেন তিনি। ঢাকায় হাসানই ছিল শিশিরের সবচেয়ে কাছের বন্ধু। টাকা পয়সার লেনদেনঘটিত কারণে শিশির খুন হতে পারে বলে ধারণা করছে তার পরিবার। পারিবারিকভাবে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে শিশিরের বন্ধু পটুয়াখালী ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার মানবজমিনকে বলেন, শিশিরকে নিয়ে ঘুরতে বের হলেও রাত ১১টার আগেই চা খেয়ে ধানমন্ডি পার্টি অফিসের কাছ থেকে ওকে বিদায় দিয়ে চলে আশি। এ সময় শিশিরের সঙ্গে অনেক লোক ছিল। পটুয়াখালী জেলা প্রেসিডেন্টের সঙ্গে পরিচয় পর্ব চলাকালীন শিশিরের সঙ্গে প্রায় ১৫-২০ জন লোক ছিল। সামনে জেলা দক্ষিণের সম্মেলন উপলক্ষে অনেক সদস্যই ঢাকায় এসেছিল। এ সময় সম্মেলন নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়। তিনি বলেন, সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমার মায়ের কাছে রোড এক্সিডেন্টে শিশিরের মৃত্যুর খবর শুনতে পাই। তার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বাইরে পারিবারিকভাবে কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। রাজনৈতিকভাবে শিশির বড় ভাই, এর বেশি কিছু না। কলাবাগান থানার সহকারী উপপরিদর্শক মিলন বলেন, রাত আড়াইটার দিকে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক শিশিরকে চাপা দিয়ে হার্ড ব্রেক করে উল্টে যায়। এতে শিশির গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

শিশিরের পকেটে থাকা মোবাইল নাম্বার থেকে ফোন করা হলে তার ফুফাতো ভাই মিরাজ এসে লাশ শনাক্ত করেন। শিশির মৃধা পটুয়াখালী সদর থানার বৌকরণ গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status