ভারত

বিজেপির ইশতেহারে বাংলাদেশের ছবি

কলকাতা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৩:১২ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে ইশতেহার প্রকাশ করেছে তাতে বাংলাদেশের আন্দোলনের একটি ছবি ছেপে বিপাকে পড়েছে দলটি। বিজেপির নির্বাচনী ইশতেহারে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য একটি কোলাজ ছবি ছাপা হযেছে। সেই কোলাজ ছবিতেই ব্যবহৃত হয়েছে বাংলাদেশের ছবিটি। এটি জানা-জানি হওয়ায় দলের নেতৃত্ব প্রবল অস্বস্তিতে পড়েছে। বিজেপির মাঝারি সারির এক নেতা স্বীকার করেছেন, নেট থেকে ছবি নেবার ক্ষেত্রে বিভ্রান্তি ঘটেছে। জানা গেছে, বাংলাদেশের যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ২০১৩ মালে এএফপির এক ফটোগ্রাফারের তোলা। সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে পথে নেমেছিল বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)। সেসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সেই সংঘর্ষের একটি ছবিই বিজেপি পশ্চিমবঙ্গের অবস্থা দেখাতে ব্যবহার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status