খেলা

ওল্ড ট্রাফোর্ডে হবে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০১৮, বুধবার, ৩:০৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এখনও বিশ্বকাপের পুরো সূচি ঘোষণা করেনি। কিন্তু এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চুরান্ত সূচি জানানো হয়। এ তথ্য মতে আগামী ৩০শে মে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ইংল্যান্ড বিশ্বকাপের। তবে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি হবে ১৬ই জুন। এ ম্যাচে ম্যানচেস্টারের ওল্ট ট্রফোর্ডে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এ বিষয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, ৫ জুন কোহালিরা প্রথম ম্যাচ খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ১৬ জুন। ইংল্যান্ড ও ওয়েলসের ১২টি মাঠে মোট ৪৮টি ম্যাচ হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ই জুলাই। দর্শক চাহিদার কথা বিবেচনা করে আগে আইসিসি’র অধিকাংশ টুর্নামেন্ট শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০১৫ বিশ্বকাপ শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই সূচি ছিল। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লীগের ভিত্তিতে। অর্থাৎ ১৯৯২'র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপের মতো। ইংল্যান্ড বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিবে। গ্রুপ লীগেই হবে ৪৫টি ম্যাচ। তার পরে প্রথম চারটি দল সেমিফাইনাল খেলবে এবং অবশেষে ফাইনাল। বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কোনও ম্যাচ হারেনি ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status